মাস্কের নতুন দল গঠনের ঘোষণাকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষনাকে 'হাস্যকর' বলে অভিহিত করেছেন। প্রযুক্তি জগতের এই ধনকুবেরের বিরুদ্ধে নতুন করে তোপ দেগে তিনি বলেন, মাস্কের এক ঘনিষ্ঠ মিত্রকে নাসার প্রধান হিসেবে তিনি যে মনোনয়ন দিয়েছিলেন, মহাকাশ খাতে মাস্কের ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় তা স্বার্থের সংঘাত তৈরি করত।
মাস্কের সঙ্গে তার বিরোধ চরমে ওঠার এবং এ ধনকুবেরের নতুন দল গঠনের ঘোষণার একদিন পর নিউ জার্সির মরিসটাউনে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে প্রশ্ন করা হয়।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'তৃতীয় কোনো দল গঠন করাটা আমার কাছে হাস্যকর মনে হয়। রিপাবলিকান পার্টি নিয়ে আমরা দারুণ সাফল্য পেয়েছি। ডেমোক্র্যাটরা পথ হারিয়েছে বটে, কিন্তু এখানে বরাবরই দ্বিদলীয় শাসনব্যবস্থা চলে এসেছে। আর আমার মনে হয় তৃতীয় কোনো দল গঠন করা কেবল বিভ্রান্তিই বাড়াবে।'
তিনি আরও বলেন, 'এই শাসনব্যবস্থাটা আসলে দুটি দলের জন্যই তৈরি হয়েছে বলে মনে হয়। তৃতীয় কোনো দল কখনোই সফল হয়নি। কাজেই উনি এটা উপভোগ করুন—কিন্তু আমার মনে হয়, উদ্যোগটা হাস্যকর।'
মাস্কের বিষয়ে কথা বলার কিছুক্ষণ পরেই ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ আরও মন্তব্য পোস্ট করেন। তিনি লেখেন, 'ইলন মাস্ককে পুরোপুরি "লাইনচ্যুত" হতে দেখে আমি মর্মাহত। গত পাঁচ সপ্তাহে তিনি ট্রেনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন।'
মাস্ক শনিবার ঘোষণা করেন, ট্রাম্পের করছাড় ও ব্যয় বিলের প্রতিক্রিয়ায় তিনি 'আমেরিকা পার্টি' নামে একটি দল প্রতিষ্ঠা করছেন। মাস্কের মতে, এই বিল দেশকে দেউলিয়া করে দেবে।
রোববার মাস্ক এক্স-এ লেখেন, 'তিনি যদি দেশের ঋণ ৫ ট্রিলিয়ন ডলার বাড়িয়েই দেন, তাহলে ডিওজিই-র (@DOGE) মূল উদ্দেশ্য কী ছিল?' সমালোচকরা বলছেন, এই বিল কেন্দ্রীয় বাজেট ঘাটতি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়ে মার্কিন অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।
মাস্ক জানিয়েছেন, তার নতুন দল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে সেইসব রিপাবলিকান আইনপ্রণেতাদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে, যারা 'বিগ, বিউটিফুল বিল' নামক এই পদক্ষেপকে সমর্থন করেছেন।
ট্রাম্পের ২০২৪ সালের পুনর্নির্বাচনি প্রচারণায় মিলিয়ন মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছিলেন মাস্ক। হোয়াইট হাউসের ওভাল অফিসসহ বিভিন্ন স্থানে তাকে নিয়মিত প্রেসিডেন্টের পাশে দেখা যেত। ব্যয় বিল নিয়ে মতবিরোধের জের ধরে তাদের সম্পর্কে ভাঙন ধরে, যা মাস্ক পরে ঠিক করার চেষ্টা করলেও ব্যর্থ হন।
ট্রাম্প বলেছেন, শুক্রবার তার সই করা আইনটি টেসলার বৈদ্যুতিক গাড়ির জন্য সবুজ জ্বালানি ভর্তুকি বাতিল করে দেবে বলে মাস্ক নাখোশ। মাস্কের সমালোচনার জবাবে মার্কিন প্রেসিডেন্ট টেসলা ও স্পেসএক্সকে দেওয়া সরকারি চুক্তি ও ভর্তুকির বিলিয়ন বিলিয়ন ডলার প্রত্যাহার করার হুমকি দিয়েছেন।
নাসার মনোনয়ন 'যথাযথ' ছিল না
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে আরও বলেন, নাসায় মাস্কের ব্যবসায়িক স্বার্থের কথা বিবেচনা করলে মাস্কের ঘনিষ্ঠ মিত্র জ্যারেড আইজ্যাকম্যানকে মহাকাশ সংস্থাটির প্রশাসক হিসেবে মনোনীত করাটা 'যথাযথ' ছিল না।
ডিসেম্বরে বিলিয়নিয়ার আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনীত করলেও সিনেটে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগেই ৩১ মে কোনো ব্যাখ্যা ছাড়াই সেটি প্রত্যাহার করে নেন ট্রাম্প।
এখনও নাসার জন্য নতুন কোনো ব্যক্তির মনোনয়ন ঘোষণা করেননি ট্রাম্প। রোববার তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদন নিশ্চিত করে বলেন, আইজ্যাকম্যানের অতীতে ডেমোক্র্যাটিক রাজনীতিবিদদের প্রতি সমর্থন তার পছন্দ হয়নি।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, 'আমি এ-ও ভেবেছিলাম, মহাকাশ ব্যবসার সঙ্গে জড়িত ইলনের অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধুর নাসা পরিচালনা করাটা অনুচিত। কারণ মাস্কের কর্পোরেট জীবনের একটি বড় অংশজুড়ে রয়েছে নাসা। আমার প্রধান দায়িত্ব হলো আমেরিকার জনগণকে রক্ষা করা!'
Comments