গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসে খেলবেন সাকিব

গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দ্বিতীয় বারের মতো অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভেড়াতে চেয়েছিল সাকিব আল হাসানকে। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি।
তবে ভিন্ন পাঁচ দেশের পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটিতে ঠিকই খেলতে যাচ্ছেন সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার। আসর শুরুর দিন তিনেক আগে সাকিবকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল টি-২০ লিগের দল দুবাই ক্যাপিটালস। প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটিতে যুক্ত হয়েছেন তিনি।
বুধবার (৬ জুলাই) সামাজিক মাধ্যমের এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস লেখে, 'কেশভ মহারাজের স্থলাভিষিক্ত হিসেবে একজন কিংবদন্তি অলরাউন্ডার আমাদের গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির ক্যাম্পেইনে যোগ দিয়েছেন। দলে স্বাগতম, সাকিব।'
রাজনৈতিক ইস্যুতে বর্তমানে জাতীয় দলের বাইরে সাকিব। তবে দেশের জার্সি গায়ে জড়াতে না পারলেও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে তার চাহিদা কমেনি বিন্দুমাত্র। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর ৩৮ বছর বয়সী অলরাউন্ডার ডাক পেয়েছেন ক্যারিবিয়ান সুপার লিগেও (সিপিএল)। এবার দুবাইয়ের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে।
আসরের পর্দা উঠবে আগামী ১০ জুলাই। প্রথম দিনই সেন্ট্রাল ডিস্ট্রিকসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। ১৬ জুলাই চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুবাই। ১৮ জুলাই ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের।
Comments