ইতালি দেবে ৫ লাখ কর্মভিসা

শ্রমিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে ইউরোপের অন্যতম দেশ ইতালি। দেশটির সরকার জানিয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইইউ বহির্ভূত দেশগুলোর নাগরিকদের জন্য দেওয়া হবে প্রায় ৫ লাখ নতুন কর্মভিসা।
সোমবার ইতালির মন্ত্রিসভার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কৃষি, নির্মাণ, পরিবহন ও পর্যটন খাতের ক্রমবর্ধমান শ্রমিক সংকট পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে বৈধ অভিবাসন ব্যবস্থাকে উৎসাহিত করতে নেওয়া এই উদ্যোগের আওতায় প্রতিবছর গড়ে ১ লাখ ৬৫ হাজার বিদেশি শ্রমিককে বৈধভাবে ইতালির শ্রমবাজারে প্রবেশাধিকার দেওয়া হবে। এতে ইইউ সদস্যভুক্ত দেশের বাইরের নাগরিকরাই মূলত আবেদন করতে পারবেন।
সরকারি তথ্যে বলা হয়, অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর সীমান্ত নীতি বাস্তবায়ন করলেও অভ্যন্তরীণ অর্থনীতি ও উৎপাদন খাতে অভিবাসী শ্রমিকের প্রয়োজন দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় নিয়মতান্ত্রিক ও বৈধ উপায়ে বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এ সিদ্ধান্ত এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে এ সুযোগ গ্রহণের আগে শ্রমিকদের পেশাগত দক্ষতা, ভাষাজ্ঞান এবং বৈধ নথিপত্র থাকা আবশ্যক।
প্রবাসী বাংলাদেশীরা ঢাকা জার্নালকে বলেন, 'ইতালির এই ঘোষণা বাংলাদেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। যারা বৈধভাবে বিদেশে আসতে চান, তাদের জন্য প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়'।
উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি দীর্ঘদিন ধরেই বাংলাদেশি প্রবাসীদের একটি জনপ্রিয় গন্তব্য। অনেক বাংলাদেশি সেখানে কাজ করে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সুযোগ নিতে গিয়ে যেন কেউ কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়ে সেজন্য সবসময় বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।
Comments