মাউন্ট এটনায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, আতঙ্কে পালালেন পর্যটকরা

সোমবার (২ জুন) ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এটনায় অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে উচ্চ তাপমাত্রার গ্যাস, ছাই ও পাথর কয়েক কিলোমিটার উঁচুতে আকাশে ছড়িয়ে পরে। এতে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। নিরাপত্তার স্বার্থে সবাইকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বিস্ফোরণের মুহূর্তে মানুষজন আতঙ্কে নেমে আসছেন, ছুটে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। গো এটনার গাইড জিউসেপ পানফালো জানান, তাঁরা চূড়ার কাছাকাছি ছিলেন এমন সময় হঠাৎ করে একটি বিশাল ধোঁয়ার মেঘ উপরে উঠে আসে। ভিডিওতে তিনি বলেন, 'এটি এক ঝটকায় আমাদের সামনে চলে আসে। বিশাল এক গর্জন, আর ধোঁয়ার ছটা। ঈশ্বরের করুণা যে আমাদের একজন দায়িত্ববান গাইড সঙ্গে ছিলেন।'
ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, বর্তমানে অগ্ন্যুৎপাত থেমে গেছে এবং লাভা এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। চূড়ার আশেপাশে কিছু ছোট বিস্ফোরণ হলেও তা বড় ধরনের বিপদের কারণ নয়।
সিসিলিয়ান অঞ্চলের প্রেসিডেন্ট রেনাটো শিফানি জানান, বর্তমানে সাধারণ জনগণের জন্য কোনও সরাসরি বিপদের আশঙ্কা নেই। তবে তিনি সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে যারা পাহাড়ে ওঠার পরিকল্পনা করছেন তাঁদের জন্য। তিনি আরও জানান, পর্বত চূড়ার এলাকা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এড়িয়ে চলা উচিত।
চীনে লক্ষ বছর পর সক্রিয় আগ্নেয়গিরি!চীনে লক্ষ বছর পর সক্রিয় আগ্নেয়গিরি!
মাউন্ট এটনা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। প্রতি বছর প্রায় ১৫ লাখ পর্যটক এখানে ভ্রমণে আসেন। যদিও এই আগ্নেয়গিরিতে মাঝেমধ্যেই অগ্ন্যুৎপাত ঘটে, তবে ২০১৪ সালের পর এবারই এমন শক্তিশালী অগ্ন্যুৎপাত দেখা গেল। তবে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পর্যটকদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
Comments