যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ২, আহত ১২

যুক্তরাষ্ট্রের দুটি রাজ্যে পৃথক বন্দুক হামলায় অন্তত ২ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস ও সাউথ ক্যারোলিনার লিটল রিভারে এই হামলা দুটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের ফ্লোরেন্স অ্যাভিনিউ এলাকায় একটি বন্দুক হামলায় দুইজন নিহত হন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরপরই আশপাশের এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে।
পরদিন রোববার (২৫ মে) রাতে সাউথ ক্যারোলিনার লিটল রিভার শহরে একটি আবাসিক এলাকায় আরেকটি বন্দুক হামলায় অন্তত ১১ জন আহত হন। গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারী পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চলছে। বন্দুক হামলার পরই আশপাশের এলাকায় তল্লাশি চালায় পুলিশ। দুটি আলাদা জায়গা থেকে হামলাকারী সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। তবে তারাই মূল হামলাকারী কিনা নিশ্চিত হওয়া যায় নি।
যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ২
পুলিশ ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে এবং জানায়, স্থানীয়দের জন্য আর কোনো ঝুঁকি নেই। তবে তারা সন্দেহভাজন কারও পরিচয় বা কী কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে—সে সম্পর্কে কিছু জানায়নি।
বারবারের সতর্কতা ও নিরাপত্তা জোরদার করার পরও যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অস্ত্র আইন নিয়ে বিতর্ক এবং সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের অভিযোগ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের নিরাপত্তা এখনো প্রশ্নের মুখে।
Comments