১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

বরিশালে ড্রাম ভর্তি ৬ লাখ টাকার ১০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের নাম নয়ন তালুকদার (১৯)। বুধবার (২১ মে) সকালে নগরীর গড়িয়ারপারের ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। তিনি বলেন, নয়ন ঢাকা থেকে মাহিন্দ্রায় (থ্রিহুইলার) ড্রাম ভর্তি করে গাঁজা নিয়ে বরিশালের বানারীপাড়া যাচ্ছিলেন।
গ্রেফতার হওয়া নয়ন তালুকদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।
ওসি জাকির হোসেন বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়মিত অভিযান চলছিল। এসময় একটি মাহিন্দ্রার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাসী করা হয়। তখন গাড়িতে থাকা ড্রামের মধ্য থেকে গাঁজা উদ্ধার করা হয়। এসময় নয়নকে আটক করা হয়। এ ঘটনায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর (এসআই) তরিকুজ্জামান।
Comments