যেসব ভুলের কারণে গাছের আয়ু কমে যায়

গাছ ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। সেই ভালোবাসা থেকেই অনেকে গাছ লাগান। কেউ বাসার উঠানে আবার কিংবা ছাদে। জায়গার স্বল্পতায় অনেকে আবার বারান্দায় গাছ লাগান। জানালার কাছেও গাছ রাখেন এমন মানুষের সংখ্যা কম নয়। তবে অনেকেই আক্ষেপ করে বলেন তার গাছ মরে যায়। আসলে আমাদের কিছু ভুলের কারণেই শখের গাছ নিষ্প্রাণ হয়ে যেতে পারে। হোমস অ্যান্ড গার্ডেনের এক প্রতিবেদনে কিছু ভুলের উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা সেই সঙ্গে দিয়েছেন বেশ কিছু সমাধানের পথ।
১. অতিরিক্ত পানি দেয়া
গাছকে ভালোবাসেন বলেই হয়তো বারবার পানি দিচ্ছেন। কিন্তু অধিকাংশ ঘরোয়া গাছ অতিরিক্ত পানিতে রুট রট-এ আক্রান্ত হয়। গাছ মাটি শুকিয়ে গেলে তবেই পানি দিন।
২. ড্রেনেজ হোল না থাকা টবে গাছ লাগানো
ড্রেনেজ হোল না থাকলে অতিরিক্ত পানি বের হতে পারে না, ফলে শিকড়ে পচন ধরে। তাই এ ধরনের তপ ব্যবহার না করাই ভালো। তাই টপ কেবল টবের সৌন্দর্য না দেখে পানি বের হওয়ার ড্রেনেজ দেখতে হবে।
৩. অপর্যাপ্ত পানি দেয়া
অনেকেই গাছের যত্নে কম পানি দেন, যা বিপদ ডেকে আনতে পারে। পানি কম পেলে গাছের পাতায় পানিশূন্যতা দেখা দেয় এবং গাছ শুকিয়ে যায়।
৪. অতিরিক্ত সার ব্যবহার
সার গাছের পুষ্টির জন্য জরুরি হলেও অতিরিক্ত দিলে শিকড় পুড়ে যেতে পারে। সার ব্যবহারে সবসময় নির্দেশনা মেনে চলুন। অতিরিক্ত সার দিলেই গাছ ভালো হয় না এটা বুঝতে হবে।
৫. 'লো লাইট' মানেই অন্ধকার ভাবা
এমন কিছু গাছ আছে যেগুলোকে 'লো লাইট প্ল্যান্ট' বলা হয়। তবে লো লাইট গাছ মানে এই নয় যে তা একেবারে অন্ধকার ঘরে থাকবে। স্বাভাবিক আলো থাকা স্থানেই রাখুন এ ধরনের গাছ।
৬. আর্দ্রতার চাহিদা উপেক্ষা করা
ট্রপিক্যাল গাছের সঠিক বৃদ্ধির জন্য ৬০% বা তার বেশি আর্দ্রতা প্রয়োজন। বাথরুম বা রান্নাঘর এমন গাছের জন্য ভালো স্থান হতে পারে।
৭. সরাসরি রোদে রাখা
বেশিরভাগ ঘরোয়া গাছ ছায়ায় ভালো থাকে। সরাসরি তীব্র রোদে রাখলে পাতায় পোড়া দাগ পড়ে ও গাছ দুর্বল হয়ে পড়ে।
৮. জায়গার উপযোগী গাছ না বেছে নেয়া
নিজের ঘরের আলো, আর্দ্রতা ও স্থান বিবেচনা না করে শুধু দেখতে সুন্দর মনে করে গাছ কেনা হলে তা টিকবে না।
৯. ভুলভাবে রিপটিং করা
বেশি বড় টবে গাছ বসালে পানি ধরে রাখে বেশি, যা শিকড়ের জন্য ক্ষতিকর। রিপটিংয়ের সময় সঠিক সাইজের টব এবং উপযুক্ত মাটি ব্যবহার করুন।
১০. সহজেই হাল ছেড়ে দেয়া
গাছ বাঁচাতে না পারলে হতাশ হওয়ার কিছু নেই। এক জায়গায় না টিকলে অন্য জায়গায় রেখে চেষ্টা করুন। প্রতিটি ভুল থেকেই শেখার সুযোগ তৈরি হয়।
সঠিক পরিচর্যার অভাবে শখের গাছ মরে যেতে পারে। তাই গাছের যত্নে সচেতনতা প্রয়োজন। গাছের ধরণ অনুযায়ী আলো, পানি, সার, আর্দ্রতা ও স্থান বাছাইয়ের ওপর নির্ভর করে তার সুস্থভাবে বেড়ে ওঠা।
Comments