ইসরাইলের হামলায় গাজার সাংবাদিক নিহত

গাজার নাসের হাসপাতালে ফের হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি গত মাসে ইসরাইলের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৩ মে) ভোরে এই হামলা হয়।
মঙ্গলবার প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা গাজার নাসের হাসপাতালে থাকা হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সেনাবাহিনী একটি টেলিগ্রাম পোস্টে বলেছে, 'উল্লেখযোগ্য হামাস সদস্যরা রাফাহের ঠিক উত্তরে দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসের নাসের হাসপাতালের ভেতর একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে তৎপরতা চালাচ্ছিল।'
এদিকে, এক বিবৃতিতে হামাস জানায় হামলায় একজন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছেন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, 'মঙ্গলবার ভোরে নাসের হাসপাতালের সার্জারি ভবনে ইসরাইলি সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে সাংবাদিক হাসান আসলিহকে হত্যা করে।'
আসলিহ আলম২৪ নিউজ আউটলেটের প্রধান ছিলেন। ৭ এপ্রিল ইসরাইলের হামলায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন তিনি। ইসরাইলের ওই হামলায় দু'জন নিহত হয়েছিলেন।
Comments