স্ত্রীর সঙ্গে বৃষ্টি উপভোগ করছেন তাহসান

সংগীতশিল্পী তাহসান খান প্রশংসিত তার গানের জন্য তাছাড়া অভিনয়েও তিনি সফল। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের ব্যাপক আগ্রহ। রোজা আহমেদকে বিয়ের পর যেন সে আগ্রহ আরও বেড়েছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনদের থাকে আনাগোনা। বৃষ্টিভেজা দিনে তাহসানের স্ত্রী রোজা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দুজনের রোমান্টিক মুহূর্ত।
সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি ভাগ করে নেন সংগীতশিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ। দেখা যায়, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা।
শুধু তাই নয়, বোঝা যাচ্ছে তারা দুজনই বৃষ্টিতে ভিজেছেন। সঙ্গে তাদের চোখে-মুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট। এ সময় যেন তারা তাদের কাজ-ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অপরকে উপভোগ করেন।
রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে-র গানের সুর।
একদিকে নিজের কাজ, সংগীত নিয়ে যেমন ব্যস্ত থাকেন তাহসান খান, তেমনি ভ্লগিং নিয়েও সক্রিয় থাকেন রোজা আহমেদ। তবে এই দাম্পত্যে সুখের হাওয়া বইছে, তা আর বলার বাকি রাখে না। তাই তো সুযোগ পেলেই কোয়ালিটি টাইম কাটাতে ব্যস্ত হয়ে পড়েন তারা।
প্রায়ই ছুটি ছাটায় ঘুরতে বেরিয়ে পড়েন তাহসান ও রোজা। মাস দুয়েক আগেও বেড়াতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাতে। সেখানে তাদের আদুরে মুহূর্ত মন কাড়ে দর্শকের।
প্রসঙ্গত, গত বছর ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় তাহসান-রোজার। বিয়ের পরে তারা হানিমুনের উদেশ্যে মালদ্বীপ যান।
Comments