যুদ্ধ মানেই মুনাফার খেলা বললেনঃ নচিকেতা

ভারতের জীবনমুখী শিল্পী নচিকেতা চক্রবর্তী। তার গানে গানে উঠে আসে জীবনবাদের উপাখ্যান। খোলামেলা কথা বলেন ব্যক্তিগত জীবনেও। ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিবাদী গান গেয়ে জনপ্রিয় হয়েছেন এই কণ্ঠশিল্পী।
সম্প্রতি শুরু হয়েছে ভারত-পাকিস্তানের মধ্য যুদ্ধের পরিস্থিতি। কাশ্মীরের পহেলগামে হামলার পর থেকেই একে অপরকে কোণঠাসা করতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করে ভারত ও পাকিস্তান। পানিচুক্তি থেকে শুরু করে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও জাহাজ চলাচল বন্ধের ঘোষণা শেষে ক্ষেপণাস্ত্র হামলা পর্যন্ত গিয়ে ঠেকে।
এ সকল ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নচিকেতা চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, 'একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।'
এই গায়ক বরাবর স্পষ্টবাদী। তার দাবি, 'সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব কয়টি যুদ্ধের নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ নাকি 'স্পনসর' করা! আমি প্রমাণ করে দেব।'
গায়কের মতে, এগুলো যুদ্ধের হিড়িক। এক শ্রেণি এর থেকে লাভবান হচ্ছে। নচিকেতা নিজের কথাপ্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তার কথায়, 'মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি এবং ইতালি, দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।'
আর প্রাচীন ইতিহাস থেকেই গায়কের উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা। কাদের মুনাফা, সেটা বুদ্ধিমানেরা সহজেই বুঝে যান।
Comments