পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাজার

টানা দুই সপ্তাহ পতনের পরে চলতি সপ্তাহের প্রথম দিনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের গুঞ্জন ওঠে। এতে করে ওইদিন লেনদেন শেষে সূচকের ২২ পয়েন্ট উত্থান ঘটে। কিন্তু দিন শেষে সে গুঞ্জন সত্য না হওয়ায় পরদিন থেকে ফের সূচকের পতন শুরু হয় যা চলতি সপ্তাহের তৃতীয়দিন আজও অব্যাহত থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করে। লেনদেন নেমে এসেছে ২৯১ কোটি টাকার ঘরে। দরপতন হয় ৫২ শতাংশ কোম্পানির।
লেনদেনের শীর্ষে উঠে আসে ব্যাংক খাত। তবে এ খাতে লেনদেন হয়েছে মাত্র ৫০ কোটি টাকা। দরপতন হয় ৬৪ শতাংশ কোম্পানির। এরপরে খাদ্য খাতে ৩৭ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ৬৭ শতাংশ কোম্পানির। জ্বালানি খাতে লেনদেন হয় ৩১ কোটি টাকা। তবে সব খাতেই অধিকাংশ কোম্পানির দরপতনে ছিল।
অনেক ভালো মুনাফা করায় ব্রাক ব্যাংক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পারেনি। যার কারণে বিনিয়োগকারীদের শেয়ারটি ছেড়ে দিতে দেখা যায়। এজন্য সোয়া ২৬ কোটি টাকা লেনদেন হলেও শেয়ারটির দরপতন হয় ৪০ পয়সা। এরপরে বিচ হ্যাচারির সাড়ে ১৩ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ৮০ পয়সা। লোভেলো আইসক্রিমের সাড়ে ১১ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ২ টাকা। এছাড়াও আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএসসি, বেক্সিমকো ফার্মা লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
প্রায় নয় শতাংশ দর বেড়ে এনার্জি পাওয়ার জেনারেশন দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, বিএসআরএম স্টিল, ডরিন পাওয়ার দরবৃদ্ধির শীর্ষ অবস্থানে উঠে আসে।
দরপতনে ছিল পাওয়ার গ্রিড, আইসিবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে প্রায় ২২ পয়েন্ট, সিএএসপিআই সূচক কমেছে ৩০ পয়েন্ট। তবে সিএসইতে লেনদেন বেড়ে দাড়িয়েছে প্রায় ১১ কোটি টাকা। লেনদেন হওয়া ২০০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৯৭টির, অপরিবর্তিত ছিল ৩২টির দর।
২ কোটি টাকা লেনদেন হয়ে ওয়ালটন লেনদেনের শীর্ষে উঠে আসে। এছাড়া জিপিএইচ ইস্পাত, রিলায়েন্স ওয়ান, খান ব্রাদার্স পিপি, অগ্নি সিস্টেমস শীর্ষ তালিকায় অবস্থান করে। দরবৃদ্ধির শীর্ষে ছিল ইস্টার্ন ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, নুরানি ডায়িং, এসইএমএল লেকচার ফান্ড। দরপতনে ছিল প্রিমিয়ার সিমেন্ট, ফ্যামিলি টেক্স, আমান কটন ফাইব্রোস, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, জেএমআই সিরিঞ্জ।
Comments