আমি এখন আমেরিকা চালাই, পৃথিবীও চালাইঃ ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পূর্ণ হয়েছে। এই সময়টিকে বিশ্লেষকরা রাজনৈতিক ও অর্থনৈতিক গোলযোগের সময় বলে অভিহিত করলেও ট্রাম্প সময়টুকু পুরোপুরি উপভোগ করেছেন বলেও জানিয়েছেন।
সম্প্রতি ১০০ দিন পূর্তির মাহেন্দ্রক্ষণে আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'প্রথমবার, আমাকে দুটি কাজ করতে হয়েছিল—দেশ পরিচালনা করা ও টিকে থাকা; আমার চারপাশে তখন অসংখ্য দুর্নীতিগ্রস্ত মানুষ ছিল।'
ট্রাম্প বরাবরই দাবি করে এসেছেন, প্রথম মেয়াদে তার উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যরা হয় অযোগ্য ছিলেন আর নয়তো তার প্রতি বিশ্বস্ত ছিলেন না। এই বক্তব্যে সেই ধারণার প্রতিফল ঘটেছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।
ট্রাম্প গর্বের সঙ্গে বলেন, 'দ্বিতীয় মেয়াদে আমি দেশ চালাচ্ছি, পৃথিবীও চালাচ্ছি।'
'অনেক মজা পাচ্ছি', বলে মন্তব্য করেন তিনি।
গত সোমবার পূর্বসূরি জো বাইডেনের অর্থনৈতিক নীতিমালার সমালোচনা করে সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করেন ট্রাম্প জানান, তিনি আমেরিকার সুদিন ফিরিয়ে আনবেন।
ট্রাম্প বলেন, 'স্লিপি (ঘুমকাতুরে) জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র একদিনের আন্তর্জাতিক বাণিজ্যে কয়েক বিলিয়ন ডলার হারিয়েছিল। আমি সেই স্রোতের গতি পরিবর্তন করেছি এবং খুব শিগগির আমরা অনেক বিত্তশালী হতে পারব।'
মেয়াদের প্রথম ১০০ দিন শেষেও জনমত জরিপে দেখা গেছে, সাবেক আবাসন ব্যবসায়ী ট্রাম্পের ভোটারদের অনেকেই এখনো তার ওপর ভরসা রাখছেন। এ বিষয়টিও তার আত্মবিশ্বাস বাড়িয়েছে।
দ্বিতীয় মেয়াদের এই প্রতীকী মাইলফলক উদযাপনের জন্য দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগান সফর করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। সেখানেই ভোটের আগে প্রচারণার জন্য গিয়েছিলেন তিনি।
অতীতে বহুবার মিশিগান ডেমোক্র্যাটদের করায়ত্ত হলেও গত নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের পক্ষেই রায় দিয়েছেন ওই অঙ্গরাজ্যের বাসিন্দারা।
বিশ্লেষকদের ভাষ্য, ট্রাম্পের চারপাশে এখন তার প্রতি বিশ্বস্ত মানুষরাই ঘুরপাক খাচ্ছেন। গত ২০ জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর থেকে তিনি শুল্ক, পররাষ্ট্র নীতি ও রাজনৈতিক প্রতিশোধের অপ্রতিরোধ্য খেলায় মেতেছেন।
অন্যদিকে নিজের জনপ্রিয়তা ও ক্ষমতার চিহ্ন দেখাতে হোয়াইট হাউস থেকে প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি সরিয়ে 'নিজের কানে গুলি খেয়েও বেঁচে যাওয়ার' তৈলচিত্র ঝুলিয়েছেন এই খেয়ালী নেতা।
Comments