পুঁজিবাজারে টানা পতন চলছেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা সাত কার্যদিবস ধরে সূচকের পতন চলছেই। গত সপ্তাহে চার কার্যদিবস এবং চলতি সপ্তাহে তিন কার্যদিবস ধরে পতন চলছেই। সূচকের পতনের পাশাপাশি লেনদেনও নেমে এসেছে তিনশো কোটি টাকার ঘরে। আজ ডিএসইতে ডিএসইএক্স সূচকের পতন হয় ১৮ দশমিক ২৭ পয়েন্ট, ডিএসইএস সূচক কমে ৪ দশমিক ৬৭ পয়েন্ট, ডিএস৩০ সূচক কমে ৩ দশমিক ৫২ পয়েন্ট। লেনদেন হয় ৩৪০ কোটি টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৮ কোটি ৭৬ লাখ টাকা। দরপতন হয় ৫৩ শতাংশ কোম্পানির, বেড়েছে ৩০ শতাংশের দর।
৪৭ কোটি টাকা লেনদেন হয়ে ব্যাংক খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। তবে এ খাতে ৬৪ শতাংশ কোম্পানির দরপতন হয়। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৩২ কোটি টাকা। দরপতন হয় ৬৪ শতাংশ কোম্পানির। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৩০ কোটি টাকা লেনদেন হয়। দরপতনে ছিল এ খাতের ৫২ শতাংশ কোম্পানি।
প্রায় ১১ কোটি টাকা লেনদেন হয়ে আলিফ ইন্ডাস্ট্রিজ লেনদেনের শীর্ষে উঠে আসে। দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা। শাহজিবাজার পাওয়ারের সাড়ে নয় কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ১ টাকা। শাইনপুকুর সিরামিকসের প্রায় নয় কোটি টাকা লেনদেন হয়। দর কমেছে ৩০ পয়সা। এছাড়া মিডল্যান্ড ব্যাংক, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ব্যাংক লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
প্রায় ১০ শতাংশ বেড়ে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া ৯ শতাংশের বেশি বেড়ে আলিফ ইন্ডাস্ট্রিজ, জনতা ব্যাংক ফার্স্ট মিউুচয়াল ফান্ড, পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড, কে এন্ড কিউ দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। দরপতনে ছিল বিচ হ্যাচারি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, নুরানি ডায়িং, সিএনএ টেক্স, এসআলম কোল্ড রোল্ড স্টিল।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক কমে সাড়ে ৩৮ পয়েন্ট। সিএএসপিআই সূচক কমে প্রায় ৭০ পয়েন্ট। লেনদেন হওয়া ২২১ কোম্পানির মধ্যে দরপতন হয় ১২৪টির, বেড়েছে ৬৪টির দর, অপরিবর্তিত ছিল ৩৩টিরদর। টাকার অঙ্কে লেনদেন হয় ৬ কোটি টাকার বেশি।
সিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করে বিচ হ্যাচারি। এছাড়া ফাইন ফুডস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ লেনদেনের শীর্ষে উঠে আসে। দরবৃদ্ধির শীর্ষ পাঁচে ছিল গ্লোবাল ইন্স্যুরেন্স, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এস্কয়ার নিট, আরামিট সিমেন্ট, এসইএমএল কলেজ লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। দরপতনে ছিল বিচ হ্যাচারি, নদার্ণ ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, উসমানিয়া গ্লাস, মাগুরা মাল্টিপ্লেক্স।
Comments