আইডিএলসি ফাইন্যান্সের ২০% লভ্যাংশ ঘোষণা

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।বৃহস্পতিবার (১৭ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩২ দশমিক ৩২ শতাংশ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইডিএলসির সমন্বিত কর-পরবর্তী মুনাফা হয়েছে ২০০ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫১ কোটি ৩৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত মুনাফা বেড়েছে ৩২ শতাংশের বেশি। আলোচ্য হিসাব বছরে আইডিএলসির এককভাবে কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৬৭ কোটি ৩০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১০৯ কোটি ৩৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এককভাবে মুনাফা বেড়েছে ৫২ দশমিক ৮৫ শতাংশ।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৬ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩ জুন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৫ টাকা ৭১ পয়সায়।
১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪১ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৮৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৬ দশমিক ৬৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৮ দশমিক ১২, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৩৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৪ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে।
Comments