সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২০০ কোটি টাকা

পুঁজিবাজারে চলতি সপ্তাহজুড়ে সূচকের পতন হয়েছে। চলতি সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে একদিন লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) চার কার্যদিবসেই সূচকের পতন হয়। সেইসাথে লেনদেনও নেমে এসেছে ৩শ'কোটির ঘরে। এর আগের সপ্তাহের শেষদিনে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেনে কমেছে ২০০ কোটি টাকার বেশি। দর বেড়েছে মাত্র ৩১ শতাংশ কোম্পানির, দরপতন হয় ৪৯ শতাংশ কোম্পানির। সিএসসিএক্স সূচক কমে সোয়া ৮ পয়েন্ট, ডিএসই শরীয়াহ সূচক কমে প্রায় ৫ পয়েন্ট, ডিএস৩০ সূচক কমে প্রায় ৩ পয়েন্ট।
আজ খাতভিত্তিক লেনদেনে শীর্ষে উঠে আসে ব্যাংক খাত। এ খাতে লেনদেন হয় প্রায় ৬০ কোটি টাকা। এ খাতে ৪৪ শতাংশ কোম্পানির দর বাড়লেও সূচক নেতিবাচক ছিল। সূচকে প্রভাব বিস্তারকারী বড় মূলধনি কোম্পানিগুলোর দরপতনের কারণে সূচকের পতন হয়। যেমন ওয়ালটন, হাইডেলবার্গ সিমেন্ট, জিপি, এসিআই, আইসিবি, পাওয়ার গ্রিড ও রবির দরপতন। ৩৫ কোটি টাকা লেনদেন হয়ে খাদ্য ও আনুষঙ্গিক খাত দ্বিতীয় অবস্থানে উঠে আসে। আজ ওষুধ ও রসায়ন খাত তৃতীয় অবস্থানে নেমে যায়। এ খাতে ২৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে।
খাদ্য খাতের বিচ হ্যাচারির প্রায় ১৬ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২ টাকা। উত্তরা ব্যাংকের সাড়ে ১৫ কোটি টাকা লেনদেন হয়, দরপতন হয় ১০ পয়সা। মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা। এছাড়া বিএসসি, এনআরবি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লোভেলো আইসক্রিম লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
দরবৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম তিনটি ছিল ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক, ইউসিবি, এন্আরবি ব্যাংক শীর্ষে ছিল। এছাড়া দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ইন্স্যুরেন্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। দরপতনে ছিল ইউনিয়ন ক্যাপিটাল, হাইডেলবার্গ সিমেন্ট, বিডি ফাইন্যান্স, এসআলম কোল্ড রোল্ড, এসপি সিরামিকস।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ৪২ পয়েন্ট, সিএএসপিআই সূচক কমে ৬৪ পয়েন্ট। লেনদেনে হওয়া ১৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১০১টির, অপরিবর্তিত ছিল ৩৭টির দর। লেনদেন হয় মাত্র ৪ কোটি ৮৩ লাখ টাকা। ১ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়ে লোভেলো আইসক্রিম লেনদেনের শীর্ষে উঠে আসে। এছাড়া ইস্টার্ন ব্যাংক, উত্তরা ব্যাংক, মালেক স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক এ তালিকায় অবস্থান করে।
৯ শতাংশের বেশি বেড়ে আনোয়ার গ্যালভানাইজিং, মিডল্যান্ড ব্যাংক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। দরপতনে ছিল আরমিট সিমেন্ট, ভিএফএস থ্রেড ডায়িং, বিডি ফাইন্যান্স, মেট্রো স্পিনিং, জিবিবি পাওয়ার।
Comments