‘পলি চেয়ারম্যানের’ মৃত্যুতে যা বললেন অমি

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার। অভিনেত্রীর মৃত্যুতে ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পীরা শোক প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, হার্ট অ্যাটাক করেছিলেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ। পরে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখান থেকে আর ফিরে আসা হলো না তার।
এ অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারে অনেক নাটকে কাজ করলেও 'ব্যাচেলর পয়েন্ট' সিরিজের চরিত্র কাবিলার মায়ের ভূমিকা ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। বহুল জনপ্রিয় এই সিরিজে কাবিলা চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ।
সিরিজটিতে কাবিলা চরিত্র যেমন পরিচিতি লাভ করেছে, একইসঙ্গে এই চরিত্রের মা 'পলি চেয়ারম্যান' এবং কাবিলার প্রেমিকা 'রোকেয়া' চরিত্রও ছিল আলোচিত। আর কাবিলার মা 'পলি চেয়ারম্যান', অর্থাৎ অভিনেত্রী গুলশান আরা আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরিজটির নির্মাতা কাজল আরেফিন অমি।
এদিন এ পরিচালক ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে লিখেছেন, 'আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।' এরপরই তিনি লেখেন, 'ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।'
Comments