বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী উদযাপন

সিলেসিয়া বাংলাদেশী কমিউনিটির আয়োজনে পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ ১৪৩২ এবং ঈদ পুনর্মিলনী-এর বর্ণিল আয়োজন। সিলেসিয়ার একটি রিসোর্টে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে পোল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত ও কর্মরত বাংলাদেশিরা অংশ নেন। কেউ পড়াশোনায়, কেউ চাকরিতে, আবার কেউ ব্যবসায় যুক্ত—সবার মিলনমেলা হয়ে ওঠে এই অনুষ্ঠান।
আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী বাঙালি খাবার পান্তা ইলিশ, মেজবান, ঈদের সেমাই এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগির এক অনন্য পরিবেশ। সবার মধ্যে ছিল উৎসবের আমেজ ও প্রবাসে বাঙালি সংস্কৃতির সৌন্দর্য উদযাপনের অনাবিল আনন্দ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এধরনের আয়োজন নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে, যাতে প্রবাসে থেকেও সবাই মিলেমিশে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করতে পারেন।
Comments