পর্যাপ্ত শিক্ষা পাইনি, তাই ইংরেজি বলতে পারি না: রিজওয়ান

ইংরেজি বলতে না পারায় মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হতে হয় পাকিস্তানের ক্রিকেটারদের। সেই তালিকায় থাকা বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবার স্পষ্ট জানিয়ে দিলেন ইংরেজিতে দুর্বলতা থাকলেও তিনি গর্বিত নিজের উপস্থাপন নিয়ে। মুলতান সুলতানসের হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিজওয়ান তার মনের কথা খোলাখুলি তুলে ধরেন। ক্রিকেটপাকিস্তান
রিজওয়ান বলেন, আমি যে ইংরেজি বলতে পারি না, তাতে আমার কিছু যায় আসে না। আমি যা বলি, মন থেকে বলি এবং তার জন্য আমি গর্বিত। তবে হ্যাঁ, আমার ইংরেজির প্রথাগত কোনো শিক্ষা নেই। সেজন্য আমি খুবই লজ্জিত। কিন্তু পাকিস্তানের অধিনায়ক হিসেবে, ইংরেজি না জানার জন্য আমার এক শতাংশও লজ্জা নেই।
রিজওয়ান আরও বলেন, জুনিয়রদের বারবার বলি পড়াশোনা ঠিকমতো শেষ করতে, যাতে তারা ভালো ইংরেজি বলতে পারে। পাকিস্তান আমার থেকে ক্রিকেট চায়, ইংরেজি নয়। পাকিস্তান যদি আমার থেকে ইংরেজি চায়, তাহলে আমি ক্রিকেট ছেড়ে প্রফেসর হয়ে যাব!
বিশ্বকাপের পর থেকে একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে ভুগছে পাকিস্তান দল। ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতা, নিউজিল্যান্ড সফরে বাজেভাবে হার সব মিলিয়ে কঠিন সময় পার করছে রিজওয়ানের দল। এর মাঝেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় সাফল্য পেলেও ধারাবাহিকতা নেই।
এই কঠিন সময়ে সমর্থকদের কাছে সহযোগিতা চাইলেন রিজওয়ান। তিনি বলেন, দলের সমালোচনা করা ঠিক আছে, তবে আমাদের উন্নতির জন্য পরামর্শও দিন। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফির সময় ওয়াসিম আকরাম আমাদের পরামর্শ দিয়েছেন। আমি তার সঙ্গে আরও কথা বলতে চেয়েছি, কিন্তু সময় বেশি ছিল না।
Comments