বিক্রির চাপে লেনদেন বাড়লেও সূচকের পতন

আগেরদিনের ধারাবাহিকতায় আজও পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবনতায় লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দেড় ঘন্টায় শেয়ার কেনার কিছুটা চাপ থাকলেও শেষ দুই ঘন্টায় বিক্রির চাপে সূচকের ধারাবাহিক পতন হয়। শেষ পর্যন্ত ডিএস৩০ সূচক ইতিবাচক থাকতে পারলেও প্রধান সূচক ও ডিএসইএস সূচকের পতন হয়। লেনদেন বেড়ে হয়েছে ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকা। আগেরদিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫৪ কোটি টাকা। ডিএসইএক্স সূচক প্রায় সাড়ে আট পয়েন্ট, ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৮৫ পয়েন্ট। ডিএসইতে দর বেড়েছে ৩৭ শতাংশ কোম্পানির। কমেছে ৪৮ শতাংশের দর।
খাতভিত্তিক লেনদেনে একক প্রাধান্য ছিল ওষুধ ও রসায়ন খাতে। এ খাতে লেনদেন হয় মোট লেনদেনের প্রায় ২৪ শতাংশ বা ১০৭ কোটি টাকা। তবে এ খাত থেকে মুনাফা তুলে নেয়ার প্রবনতা বেশি ছিল। এরপরে উঠে আসে বিবিধ খাত। এ খাতে লেনদেন হয় মোট লেনদেনের সাড়ে আট শতাংশ বা ৩৮ কোটি টাকা। খাদ্য খাতে লেনদেন হয় প্রায় আট শতাংশ বা প্রায় ৩৫ কোটি টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসে বেক্সিমকো ফার্মা, এসিআই, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন। বেক্সিমকো ফার্মার প্রায় ২৭ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ১ টাকা ১০ পয়সা। এসিআই কোম্পানির সাড়ে ১৪ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা। স্কয়ার ফার্মার ১২ কোটি টাকা লেনদেন হলেও দরপতন হয় ২ টাকা ২০ পয়সা। ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ১ টাকা। বিবিধ খাতের বাংলাদেশ শিপিং কপোরেশন এর ৩৩ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা।
দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় অবস্থান করে মাইডাস ফাইন্যান্স, ড্যাফোডিল কম্পিউটার্স, ড্রাগন সোয়েটার, আরামিট সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার। দরপতনে ছিল এসআলম কোল্ড রোলড, স্টাইল ক্রাফট, খুলনা পাওয়ার, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট, সিএএসপিআই সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয় ১০ কোটি ১৪ লাখ ৮৫ হাজার টাকা। লেনদেন হওয়া ২১০ কোম্পানির মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ৯৭টির, অপরিবর্তিত ছিল ২৬টির দর।
সিএসইতে ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৭২ লাখ টাকার, উত্তরা ব্যাংকের দেড় কোটি, ক্রাউন সিমেন্টের এক কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া বিএসসি, সানলাইফ ইন্সুরেন্স লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
প্রায় ১০ শতাংশ বেড়ে শমরিতা হসপিটাল দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। এছাড়া সাড়ে নয় শতাংশ বেড়ে দেশবন্ধু পলিমার, ইনডেক্স এগ্রো, দেশ জেনারেল ইন্সুরেন্স, ভ্যানগার্ড এএমএল দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। দরপতনে ছিল মোজাফফর হোসেন স্পিনিং মিলস, এগ্রো ডেনিম, ড্যাফোডিল কম্পিউটার্স, আরএসআরএম স্টিল, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।
Comments