যশোরে শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা, ব্যর্থ হয়ে ছুরিকাঘাত

যশোরে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরে ঢুকে ৪ বছরেরে শিশুর গলায় ছুরিধরে মা কে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে যশোরের নিউমার্কেট এ ব্লকের গাবতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।
আহতের ভাই জানিয়েছেন, তাদের প্রতিবেশি হাসান আলী (১৮) রাত সাড়ে ১১ টার দিকে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়৷ তখন চিৎকার করলে ওই শিশুর মাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান।
আহতের পিতা আসলাম খন্দকার জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশি হাসান এ কাণ্ড ঘটিয়েছে। তিনি তার মেয়ে ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধু সহ অজ্ঞাত তিনজন জড়িত রয়েছে। তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি।
Comments