মার্কিন অর্থনীতিতে মন্দার আশংকায় বৈশ্বিক শেয়ারবাজারে দরপতন

মার্কিন অর্থনীতির মন্দার সম্ভাবনা নিয়ে উদ্বেগের কারণে বিশ্ব শেয়ারবাজারে বড় ধস নেমেছে। এশিয়ার বাজারগুলোতে মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকেই বিক্রির চাপ দেখা যায়, যার সূত্রপাত হয়েছিল যুক্তরাষ্ট্রে সোমবারের ব্যাপক দরপতনের পর। খবর বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন যে, মার্কিন অর্থনীতি একটি পরিবর্তনের পর্যায়ে রয়েছে। তবে তার শীর্ষ কর্মকর্তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।
বিশ্বব্যাপী শেয়ারবাজারে দেখা গেছে ব্যাপক দরপতন। মার্কিন বাজারে সোমবারের লেনদেন শেষে এস অ্যান্ড পি ৫০০ সূচক ২.৭ শতাংশ কমেছে। ডাও জোন্স নেমেছে ২ শতাংশ নিচে। এবং নাসডাকের পতন ৪ শতাংশ।
বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলো ব্যাপক ধাক্কা খেয়েছে। টেসলার শেয়ার ১৫.৪ শতাংশ কমেছে, এনভিডিয়া ৫ শতাংশ ও মেটা, অ্যামাজন, আলফাবেটের শেয়ারও বড় ধাক্কা খেয়েছে।
এশীয় বাজারেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১.৭ শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ার কসপি ১.৫ শতাংশ ও হংকংয়ের হ্যাং সেন সূচক ০.৭ শতাংশ নেমেছে।
এ অবস্থায় উদ্বেগ দেখা দিয়েছে ট্রাম্পের নীতি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্কনীতি ও অর্থনৈতিক কৌশল বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে। বিশেষজ্ঞ মোহামেদ এল-এরিয়ান বলেন, বিনিয়োগকারীরা আগে ট্রাম্পের করছাড় ও নিয়ন্ত্রণ শিথিল করার পরিকল্পনায় আশাবাদী ছিলেন। কিন্তু এখন তারা বাণিজ্য যুদ্ধের ঝুঁকি বুঝতে পারছেন।
তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের নীতির ফলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ছে। অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট বলেন, শুল্কনীতি ইতিবাচক প্রভাব ফেলবে এবং আগামীতে অর্থনীতি আরো শক্তিশালী হবে।
তবে বাজারের বর্তমান অবস্থা বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি করছে যে, শুল্ক বৃদ্ধির ফলে পণ্যের দাম বাড়তে পারে এবং বাধাগ্রস্ত হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ওয়েলথ এনহ্যান্সমেন্টের জ্যেষ্ঠ বিনিয়োগ কৌশলবিদ আয়াকো ইয়োশিওকা বলেন, 'বিনিয়োগকারীদের চিন্তায় বড় ধরনের পরিবর্তন এসেছে। তারই প্রতিফলন আমরা শেয়ারবাজারে দেখতে পাচ্ছি।'
Comments