ইউক্রেনে সামরিক সহযোগিতা স্থগিত করলেন ট্রাম্প

হোয়াইট হাউজের ওভাল অফিসে বাগবিতণ্ডার পর যা ধারণা করা হয়েছিল তাই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সামরিক সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করেছেন। সিএনএনসহ মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে। তবে এটি স্থায়ী নয়, সাময়িক সময়ের জন্য।
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়লেনস্কির বৈঠিক ভেস্তে যাওয়ার পর থেকে একদম তলানিতে রয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে চাপে রাখার জন্যই আমেরিকার এই সিদ্ধান্ত।
আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গিয়েছিলেন জ়েলেনস্কি। ওই সময়ে ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তাঁর বৈঠক হয়। পরে দু'দেশের যৌথ বিবৃতির সময়ে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প এবং ভ্যান্সের উতপ্ত বাক্যবিনিময় চলে কিছুক্ষণ,যা এখন বিশ্বব্যাপী আলোচনার বিষয়।
সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে উড়োজাহাজ বা জাহাজে ইউক্রেনের পথে রয়েছে এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে, সেসব অস্ত্র।
রাশিয়ার বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেন বিলিয়ন বিলিয়ন ডলারের সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র।
Comments