রাজধানীতে আবাসিক হোটেলে আগুন: চারজনের মৃত্যু

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুনে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) বেলা ১২টার পরে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা জানিয়েছে, গুলশান থানাধীন শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলের ৬ তলা ভবনের দোতালায় দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস আরও জানায়, ৬ তলার একটি বাথরুমের ভেতরে একজনের এবং সিঁড়ির গোড়ায় আরও ৩ জনের লাশ পাওয়া যায়।
Comments