বাগেরহাটে শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/06/capture_2025-02-06_15.06.59.jpg?itok=bgHlVG_A×tamp=1738834494)
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা শাখার আয়োজনে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকালে ছাত্র শিবির এর বিভিন্ন ইউনিট এর নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতিতে বর্নাঢ্য র্যালীটি শহরের দশানী ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল ট্রাফিক মোড় অতিক্রম করে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।
র্যালী শেষে জেলা সভাপতি মোরশেদ আলম। জেলা সেক্রেটারী আহমেদ আব্দুল্লাহ সহ শিবির এর বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন।।
Comments