আগামী নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর: সিইসি
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/01/28/cec.jpg?itok=oKfwqHWJ×tamp=1738062613)
আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে। পরে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।
সিইসি বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে ইইউ সংস্কারের ওপর জোর দিচ্ছে। তারা এটাও মনে করছে, সংস্কারের জন্য সময়টা কম হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইইউ নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। তারা বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের পথে সহায়তা করতে প্রস্তুত। কী ধরনের সহায়তার প্রয়োজন হবে, তা ইইউর একটি প্রতিনিধিদল এসে যাচাই করবে।
সিইসি বলেন, ইসির স্বাধীনতা খর্ব হোক, এটা ইসি চায় না। সংবিধান ইসিকে যে স্বাধীনতা দিয়েছে, তা যেন অক্ষুণ্ন থাকে, বিষয়টি তিনি ইইউর প্রতিনিধিদলকে জানিয়েছেন। তারাও জানিয়েছে, তারা বিশ্বাস করেন, ইসির স্বাধীনতা থাকতে হবে।
Comments