ডিএসইতে সূচক কমলো ৬১ পয়েন্ট
পুঁজিবাজারে পুরো সপ্তাহজুড়ে সূচকের পতন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে সূচকের অবস্থান ছিল ৫ হাজার ১৯৪ পয়েন্টে। সপ্তাহের শেষ কার্যদিবসে এর অবস্থান ৫ হাজার ১৩৩ পয়েন্টে। অর্থাৎ পাঁচ কার্যদিবসে সূচকের পতন হলো ৬১ পয়েন্ট। সেই সাথে লেনদেনও তিন হাজারের ঘরে আটকে ছিল।
খাতভিত্তিক লেনদেনে ৬৫ কোটি ৫১ লাখ টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত শীর্ষে অবস্থান করে। এরপরে প্রকৌশল খাতে ৪২ কোটি ও বস্ত্রখাতে ৩৬ কোটি টাকা লেনদেন হয়। দরবৃদ্ধিতে এগিয়ে ছিল বীমা খাত। এ খাতে ৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৫৯ পয়েন্ট কমেছে, ডিএসইএস সূচক কমে ৬ দশমিক ৬৮ পয়েন্ট। ডিএস৩০ সূচক ৪ দশমিক ০৩ পয়েন্ট কমেছে। লেনদেন হয় ৩৬৩ কোটি টাকা। দর বেড়েছে ১৪১টি কোম্পানির, কমেছে ১৯৬টির, অপরিবর্তিত থাকে ৬২টির দর।
১৪ কোটি ৬৮ লাখ টাকা লেনদেন হয়ে সেন্ট্রাল ফার্মা লেনদেনের শীর্ষে উঠে আসলেও দরপতন হয় ১০ পয়সা। ওরিয়ন ইনফিউশনের সোয়া ১১ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ৫০ পয়সা। ওয়াইম্যাক্সের প্রায় ১১ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা। এছাড়াও ফাইন ফুডস, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাব, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, আফতাব অটো, মিডল্যান্ড ব্যাংক এবং জিকিউ বলপেন লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
প্রায় সাড়ে নয় শতাংশ দর বেড়ে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে রহিমা ফুড, নর্দার্ন ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল, পিপলস ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স। দরপতনে ছিল মিডল্যান্ড ব্যাংক, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, ফারইস্ট ফাইন্যান্স, ওয়েস্টার্ন মেরিন, ফাইন ফুডস।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২২ পয়েন্ট ও সিএসপিআই সূচক ৩৭ পয়েন্ট নেতিবাচক ছিল। দর বেড়েছে ৫৭টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর। লেনদেন হয় ৪ কোটি ৭২ লাখ টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে লোভেলো, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স পিপি, প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, সিনোবাংলা, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে নিউলাইন ক্লোথিং, রহিমা ফুড, প্রিমিয়ার সিমেন্ট, সিনোবাংলা ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামি লাইফ। দরপতনে ছিল খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, প্যারামাউন্ট, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ।