রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে।
সভায় শেয়ার হোল্ডারা ৩০ জুন ২০২৪ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এবং স্পন্সর পরিচালকদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেওয়া হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে এজিএম এ এটি অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম এফসিএ। পরে বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন তিনি।
সভা পরিচালনায় ছিলেন কোম্পানির সচিব মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্তসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারা।
রানার অটোমোবাইলস পিএলসির চেয়ারম্যান হাফিজুর রহমান খানের দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।