পিএসজির আগে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তুলে ধরতে চান এমবাপে
গত মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। নতুন ক্লাবে এখনও ঠিকঠাক মানিয়ে নিতে পারেননি এই ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদে নামের প্রতি সুবিচার করতে না পারায় ব্যাপক সমালোচিতও হচ্ছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার অপূর্ণতা নিয়েই ক্লাব ছেড়েছেন এমবাপে। রিয়ালের হয়ে শিরোপাটা জিতে ক্যারিয়ারের পূর্ণতা চান তিনি।
বয়স ২০ হওয়ার আগেই জিতেছিলেন বিশ্বকাপ। পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও হয়েছেন। ২৫ বছর বয়সেই অর্জনের খাতা পাল্লা যথেষ্ঠ ভারী কিলিয়ান এমবাপের। কিন্তু নামের পাশে যে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় শিরোপা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নেই।
পিএসজিতে শত চেষ্টা করেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি এমবাপে। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পেছনেও চ্যাম্পিয়ন্স লিগ জেতার তীব্র আকাঙ্ক্ষাও যে অন্যতম কারণ তা লুকাননি কখনোই।
রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে মুখিয়ে আছেন এমবাপে। এমনকি তার সাবেক ক্লাব পিএসজির আগেই শিরোপাটা জিততে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এমবাপ্পে।