বার্সার খুব কাছে রিয়াল মাদ্রিদ
রিয়াল বেতিসের বিপক্ষে দুই বার লিড নিয়েও বার্সেলোনা পূর্ণ তিন পয়েন্ট আদায় করতে পারেনি, ২-২ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এর কয়েক ঘণ্টা পর মন্তিলিভিতে জিরোনার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, তাদের সামনে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ।
১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩৬ পয়েন্ট নিয়ে এর ঠিক পরেই, রায়ো ভায়েকানো ম্যাচে জিতলে এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে উঠবে তারা। কার্লো আনচেলত্তির শিষ্যরা সেই সুযোগ লুফে নিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
বেনিতো ভিয়ামারিনে বার্সার হয়ে লেওয়ান্ডোভস্কি ও ফেরান তোরেস গোল করেন, বেতিসের বিপক্ষে ৩৯ মিনিটে পাওয়া গোলটি এবারের মৌসুমে লেভান্ডভস্কির ১৬তম, যা লিগে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে যিনি আছেন, সেই রাফিনহার সঙ্গে পার্থক্য ৫ গোলের। রিয়াল বেতিসের গোল দুটি জিওভানি লো সেলসো ও আসানে দাইওর।
মাদ্রিদের ক্লাবটির হয়ে একটি করে গোল করেন জুড বেলিংহ্যাম, আর্দা গুলার ও কিলিয়ান এমবাপে।
শুধু ড্রই নয়, বার্সেলোনার জন্য রিয়াল বেতিস ম্যাচটা আরও একভাবে বিষাদের। দ্বিতীয় গোল হজমের প্লট যখন তৈরি হয়, তখন রেফারির পেনাল্টির সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড পান হ্যান্সি ফ্লিক। মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, জার্মান কোচ কমপক্ষে দুই ম্যাচে বার্সার ডাগআউটে দাঁড়াতে পারবেন না।