নারী ফুটবল দলকে ২০ লাখ টাকার চেক পুরষ্কার হিসেবে দিল বিসিবি
নারী সাফ জয়ের পর থেকে সাবিনা খাতুনরা ভাসছেন প্রশংসা আর পুরস্কারের জোয়ারে। সবার আগে পুরস্কারের ঘোষণাটা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিশ্রুত সে ২০ লাখ টাকা আজ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার হাতে তুলে দিয়েছে বিসিবি।
আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এই চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন, ফাহিম সিনহা এবং নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার।
গত মাসে নেপালের কাঠমাণ্ডুতে বাংলাদেশ শিরোপাটি জেতে দ্বিতীয় বারের মতো। ফাইনালে নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারায় মনিকা চাকমা আর ঋতুপর্ণা চাকমার গোলে।
এই অর্থ পুরস্কার নারী দলের অসাধারণ সাফল্যের প্রতি বিসিবির কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ উন্নতিতে তাদের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে প্রদান করা হয়েছে।
Comments