পরীমণির প্রেমের গুঞ্জনটি ছিল ‘প্র্যাঙ্ক’
ঢাকাই সিনেমার পরীরূপী অভিনেত্রী পরীমণি তার মিষ্টি হাসিতে সবার হৃদয় ছুঁয়ে যায়। ছেলেকে নিয়ে পরীর রাজ্য যেন সোনায় সোহাগা। হঠাৎ করে প্রিয় মানুষের সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়ে মিডিয়ায়। নতুন করে প্রেমে পড়ার খবরটি তিনি জানিয়েছিলেন ফেসবুকে। তবে সময় গড়িয়ে গেলে জানা যায়, বিষয়টি একেবারেই সত্য নয়। অভিনেত্রী একটি ভিডিও প্রকাশ করে 'প্র্যাঙ্ক' করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট একটি ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানিয়েছিলেন পরীমণি। যেখানে দেখা যায়, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী।
যদিও পাশে থাকা মানুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।
পোস্টটি শেয়ার করার পর সামাজিক মাধ্যমে শুরু হয় শোরগোল। পরীকে রীতিমতো শুভকামনা জানাতে থাকেন তার অনুরাগীরা। জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পা দেয়ায় অভিনন্দন বার্তায় ভরে ওঠে পরীর মন্তব্য ঘর।
একদিকে অনুরাগীরা বিষয়টিকে যেমন 'সিরিয়াস' হিসেবে নিয়েছেন, অন্যদিকে একে একে সংবাদের শিরোনাম হয়ে উঠছিলেন পরীমণি। পরীর প্রেমে পড়ার বিষয়টি কারও কারও কাছে একটা ধোঁয়াশায়ও পরিণত হয়। কারও কারও আবার আগ্রহ জন্মায় পরীর বিপরীতের সেই পুরুষটিকে এক ঝলক দেখার।
কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা বাড়তেই হঠাৎ সেই ভিডিওটি আবার সামনে আনলেন পরীমণি। বোঝাতে চাইলেন, আদতে ভিডিওটি করা হয়েছিল ভক্তদের চমকে দেয়ার উদ্দেশ্যে এবং মজার ছলে; তথা, পুরো বিষয়টি ছিল শুধুমাত্র একটি 'প্র্যাঙ্ক'।
পরে ভিডিওটির বাকি অংশটুকুতে তার সেই সঙ্গীকে দেখানো হয়। সেখানে তাদের হাসতে হাসতে ফেটে পড়তেও দেখা যায়। তাদের অট্টহাসির ধ্বনির মাত্রাই বুঝিয়ে দেয়, অনুরাগীদের বোকা বানিয়ে কতটা আনন্দিত তারা! ভিডিওর শেষের দিকে তাদের এও বলতে শোনা যায়, 'গুজবে কান দেবেন না।' আর সেই ভিডিওর ক্যাপশনে মজার ছলে প্রশ্ন রাখেন, 'প্রাংক টা কি একটু বেশি হলে গেছিলো ?'
চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর, মাস ছয়েক আগেও পরীমণি বলেছিলেন, 'বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।' পরীমণির এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন।
কয় দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত 'রঙিলা কিতাব'। এই ওয়েব সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা। কেউ কেউ বলছেন, সেই 'স্বপ্নজাল' সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিলেন পরীমণি।
Comments