উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ শত ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে উৎপাদন বৃদ্ধির জন্য রবি মৌসুমে হাইব্রিড ধানের এ বীজ বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ধান বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ. জা. মু. আহসান শহীদ সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, সহকারি কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধা ভোগীরা।
এসময় উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল তাই কৃষিকে এগিয়ে নিতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, উদ্ভোদনের দিন ৫৪০ জন সুবিধাভোগীকে এই বীজ দেওয়া হলো। এ উপজেলায় মোট ২ হাজার ৬০০ জন কৃষক এই হাইব্রিড ধানের ব্রীজ পাবে। কৃষি অফিস থেকে আমরা প্রতিনিয়ত কৃষকদের পাশে থাকি এবং তাদের যে কোন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে সব ধরনের পরামর্শ দেওয়া হয়।