উল্লাপাড়ায় কৃষিতে প্রযুক্তি সম্প্রসারনের লক্ষে মাঠ দিবস পালিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী ও রিলে ফসল এর চাষাবাদে মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালীবাড়ি এলাকায় এ মাঠ দিবস পালিত হয়।উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবীদ সরকার শফি উদ্দিন আহমেদ।
এসময় শফি উদ্দিন আহম্মেদ বলেন, কৃষিতে আধুনিকতা বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। উল্লাপাড়া উপজেলা কৃষিতে অনেক এগিয়ে আছে। উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতায় এই অঞ্চলের কৃষকরা এখন কৃষিতে ব্যাপক প্রসার ঘটিয়েছে। এই অঞ্চলে সরিষা সহ সকল আবাদই অধিক পরিসরে হয়ে থাকা। বিশেষ করে এখন বস্তায় আদা চাষ পদ্ধতি কৃষকরা ব্যাপক শুরু করেছে। এছাড়া এখন কৃষকরা রিলে ফসলের ঝুকছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, উল্লাপাড়া উপজেলায় রিলে ফসল চাষাবাদ শুরু করেছে। এ অঞ্চলে এখন রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। রিলে ফসল বলতে মুলত ধান কাটার ১ সপ্তাহ আগে কৃষকরা ওই ধান ক্ষেতের মধ্যে সরিষা ব্রীজ বোপন করে। এই পদ্ধতিতে সরিষা চাষ করলে ব্যয় অনেক চাই কম। এবং ফলন ও ভালো হয়। এ পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রাই প্রতিটি ইউনিয়নে মাঠ দিবস করে থাকি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ- পরিচালক কৃষিবীদ আ. জা. মু. আহসান শহীদ সরকার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম মফিদুল ইসলাম, উপজেলার প্রতিটি ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা সহ অত্র এলাকার কৃষক কৃষাণীরা।