লজ্জার রেকর্ডে নাম উঠলো ভারতের
নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে বেশ কয়েকটি লজ্জার রেকর্ডে নাম তুলেছে টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম হোয়াটওয়াশ হলো তারা। এই সিরিজে ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।
এর আগে তিন বা তার কম ম্যাচের টেস্ট সিরিজে কখনও-ই ১২ বারের বেশি ডাক মারেননি ভারতীয়রা। ১২টি ডাক দেয়ার ওই সিরিজটি ছিল ইংল্যান্ডে, ১৯৭৪ সালে। এছাড়া ১০ বার করে ডাক দেয়ার নজির আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
কিউইদের বিপক্ষে এই সিরিজে সবচেয়ে বেশি ২ বার করে ডাক মেরেছেন আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, সরফরাজ খান ও মোহাম্মদ সিরাজ। আকাশ দীপ, বুমরাহ ও সিরাজের জন্য ব্যাপারটি মামুলি হলেও সরফরাজের জন্য ভীষণ লজ্জার। প্রথম টেস্ট ও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন এ ব্যাটার।
ব্যাট হাতে দুঃস্বপ্নের মতো সিরিজ কাটানো বিরাট কোহলি ও রোহিত শর্মাও একবার ডাক মেরেছেন। এছাড়া একবার করে ডাক মেরেছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, রিশভ পন্ত ও লোকেশ রাহুল। রাহুল একটি ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়েন।
এই সিরিজ হার ভারতকে এক কঠিন বিপদের মধ্যে ফেলেছে। কিউই সিরিজের আগে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সময়ের ব্যাপার মাত্র মনে হলেও এখন সে অনেক দূরের পথ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারিয়ে রোহিত শর্মার দল এখন দুইয়ে। শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচের ৮টিতে জয় ও ১টি ড্রয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০ আর পয়েন্ট শতাংশের হার ৬২.৫০। ভারত ১৪ টেস্টের ৮টিতে জয় এবং ১টিতে ড্র করলেও হেরেছে ৫টি ম্যাচ। যে কারণে পয়েন্ট অস্ট্রেলিয়ার চেয়ে বেশি (৯৮) হলেও ৫৮.৩৩ পয়েন্ট শতাংশ নিয়ে টিম ইন্ডিয়া দুইয়ে নেমে গেছে।