উত্তরায় কাঁচাবাজারে আগুন
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরো দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন রাকিবুল হাসান।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Comments