ডাকাতির জন্য ভাড়ায় পাওয়া যাচ্ছে চাপাতি ও মোটরসাইকেল

ছিনতাই-চুরি-ডাকাতির জন্য ভাড়া দেওয়া হচ্ছে চাপাতি ও মোটরসাইকেল। অপরাধ কর্ম সম্পাদনের পর মেটানো হয় সেই টাকা। এভাবেই রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ে রসদ জোগাচ্ছে একটি চক্র। শুধু তাই নয়। পুলিশের হাতে ধরা পড়ার পর জামিনে ছাড়িয়ে আনতেও টাকা ঢালছে তারা। জামিনে বেরিয়ে আবারও ছিনতাই-ডাকাতির পর পরিশোধ করা হচ্ছে টাকা। সম্প্রতি পুলিশের তদন্তে উঠে এসেছে এসব তথ্য।
গত ১১ জুলাই রাজধানীর শ্যামলীতে পথচারীর কাছ থেকে চাপাতি হাতে ছিনতাইকারীরা কেড়ে নেয় ব্যাগ-মোবাইলসহ সাথে থাকা সবকিছু। এমনকি খুলে নেওয়া হয় গেঞ্জি ও জুতাও। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
এই চক্রের মূলহোতা কবির। তার কাছ থেকেই চাপাতি ও মোটরসাইকেল ভাড়া নেয় ছিনতাইকারীরা। আর তাদের টার্গেট হয় প্রতিদিন ঢাকার কোনো না কোনো এলাকার মানুষ।
চাপাতি-মোটরসাইকেল নেয়ার জন্য আগাম কোনো টাকা দিতে হয় না। ছিনতাই করা মালামাল বিক্রির পর ভাড়া মেটানো হয়। আবার ছিনতাইয়ের মূল্যবান জিনিপত্র কিনেও নেয় চক্রের মূলহোতা। সব মিলিয়ে প্যাকেজ সিস্টেমে চলে এই লেনদেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, 'তারা চাপাতি, মোটরসাইকেল ভাড়া দেয়। এর বিনিময়ে ছিনতাই করা মালামাল তাদের কাছে বিক্রি করে ছিনতাইকারীরা।'
ছিনতাই-চুরি-ডাকাতির জন্য ভাড়া দেওয়া হচ্ছে চাপাতি ও মোটরসাইকেল। অপরাধ কর্ম সম্পাদনের পর মেটানো হয় সেই টাকা। এভাবেই রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ে রসদ জোগাচ্ছে একটি চক্র। শুধু তাই নয়। পুলিশের হাতে ধরা পড়ার পর জামিনে ছাড়িয়ে আনতেও টাকা ঢালছে তারা। জামিনে বেরিয়ে আবারও ছিনতাই-ডাকাতির পর পরিশোধ করা হচ্ছে টাকা। সম্প্রতি পুলিশের তদন্তে উঠে এসেছে এসব তথ্য।
গত ১১ জুলাই রাজধানীর শ্যামলীতে পথচারীর কাছ থেকে চাপাতি হাতে ছিনতাইকারীরা কেড়ে নেয় ব্যাগ-মোবাইলসহ সাথে থাকা সবকিছু। এমনকি খুলে নেওয়া হয় গেঞ্জি ও জুতাও। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
এই চক্রের মূলহোতা কবির। তার কাছ থেকেই চাপাতি ও মোটরসাইকেল ভাড়া নেয় ছিনতাইকারীরা। আর তাদের টার্গেট হয় প্রতিদিন ঢাকার কোনো না কোনো এলাকার মানুষ।
চাপাতি-মোটরসাইকেল নেয়ার জন্য আগাম কোনো টাকা দিতে হয় না। ছিনতাই করা মালামাল বিক্রির পর ভাড়া মেটানো হয়। আবার ছিনতাইয়ের মূল্যবান জিনিপত্র কিনেও নেয় চক্রের মূলহোতা। সব মিলিয়ে প্যাকেজ সিস্টেমে চলে এই লেনদেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, 'তারা চাপাতি, মোটরসাইকেল ভাড়া দেয়। এর বিনিময়ে ছিনতাই করা মালামাল তাদের কাছে বিক্রি করে ছিনতাইকারীরা।'
পুলিশের দাবি, ছিনতাইয়ের জন্য ধারালো এসব অস্ত্র ও বাহন ভাড়া দেয়ার ঘটনা এবারই প্রথম উঠে এসেছে।
ডিএমপির গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, 'এসব অপরাধে কারা জড়িত আছে, আশপাশের লোকজনের মাধ্যমে আমরা তা শনাক্ত করার চেষ্টা করি। এর পাশাপাশি ইতোপূর্বে কারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের আমরা আইনের আওতায় আনি।'
নিত্যনতুন কৌশলের মাধ্যমে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছে অপরাধীরা। আর, তাদের বেপরোয়া হয়ে ওঠার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা।
অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, অপরাধ সৃষ্টির জন্য, অপরাধী সৃষ্টির জন্য যদি বিনিয়োগ হয়, তাহলে বুঝতে হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনী, আইন বা বিচারের তোয়াক্কা করছে না।'
চলতি বছরের প্রথম ৬ মাসে সারা দেশে ডাকাতি, ছিনতাই, চুরির ঘটনা অন্তত ৭ হাজার ২৩৪টি।
Comments