শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের পুলিশের লাঠিপেটা
চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করা হয়। এ সময় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় থেকে থানার সামনে পর্যন্ত এ ঘটনা ঘটে। পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই সারা দেশ থেকে আসা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা শাহবাগে জড়ো হতে থাকেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষকেরা বলেন, মাদ্রাসার শিক্ষকেরা সকাল থেকে শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবস্থান নিতে থাকেন। ঘটনাস্থলে অবস্থান ধর্মঘট পালন করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির পূর্ব ঘোষণা ছিল। সে কারণে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন। একপর্যায়ে শিক্ষকেরা সড়ক আটকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে।
এর আগে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকেরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলনও করেন। এ দিন জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে। সরকারের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ না করায় আজ রোববার প্রধান উপদেষ্টার বাসভবন (যমুনা) অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. আল আমিন বলেন, 'প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট চলমান। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেনি। ফলে আগামী রোববার (২৬ জানুয়ারি) অবস্থান ধর্মঘট থেকে সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদান করা হবে।'
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামছুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকার-ই আলিয়া মাদ্রাসার প্রতিনিধি মো. ওমর ফারুক, আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, মাওলানা জহুরুল আলম প্রমুখ।
Comments