চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ শুরু করে ২০ মিনিট অবরোধ রাখেন তারা। অবরোধ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানযটের সৃষ্টি হয়।
এর আগে বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৫০ তম ব্যাচের শিক্ষার্থী সুকান্ত বর্মন বলেন, গণঅভ্যুত্থানের পর সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। বলা হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক হিন্দুদের ওপর হামালা হয়েছে। কিন্তু বাস্তবিকভাবে অরাজনৈতিক হিন্দুদের ওপরও হামলা করা হয়েছে। আমরা যখনই আমাদের অধিকার আদায়ের কথা বলি, তখনই আমাদের কোন একটি বিশেষ দেশের দালাল বলা হয়। আমরা যখনই আন্দোলন করেছি আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। আমরা কোনো দেশের দালাল না। এদেশের সনাতনীরা সারাজীবনের জন্য এদেশে থাকতে চায়।