সাবেক চেয়ারম্যান তুহিনের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল
পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন সহ কারান্তরীণ যুবদল নেতা হান্নান, বাচ্চু, আমিন এর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ৪ টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলটি দাশুড়িয়া বাজার ও গোলচত্তর প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, স্বল্প সময়ের মধ্যে আইনী প্রক্রিয়া শেষ করে দাশুড়িয়া ইউনিয়েনের জনপ্রিয় চেয়ারম্যান শরিফুল ইসলামকে মুক্ত করে আনা হবে।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা যুবদলের অন্যতম সদস্য আনোয়ার হোসেন বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নাজমুল হাসান মুকুল, সহ-সভাপতি, মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মহিদুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, হাসান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক, ওহিদুল ইসলাম, মুলাডুলি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব, আ. রাজ্জাক, যুগ্ন-আহ্বায়ক এনামুল মেম্বার, সাহাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, হামিদুর রহমান হামদু মেম্বার, সদস্য সচিব, রমজান আলী, পাকশি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, আলম হোসেন সদস্য সচিব, সেকেন মেম্বার, ঈশ্বরদী পৌরসভার সর্বশেষ বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ মেম্বার, সদ্য কারামুক্ত বিএনপি নেতা, হাফিজুর রহমান মুকুল, বরকত আলী, আবুল কাশেম, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, তুহিন চৌধুরী, যুগ্ন-আহ্বায়ক হেদায়েতুল ইসলাম অনিক, সাইফুল ইসলাম পন্ডিত, শরিফুল হক শরিফ, দুলাল মন্ডল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা যুবদলের অন্যত দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকী, সদস্য সচিব বিপুল মোল্লা, ঈশ্বরদী পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের পথিক, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের নেতা রানা আহমেদ শাহীন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রকিবুল ইসলাম লাকি, ঈশ্বরদী উপজেলা কৃষকদলের আহ্বায়ক পান্জু রহমান সরদার, সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, দাশুড়িয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মহিদুল ইসলাম, সদস্য সচিব শহিদ মন্ডল, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের নেতা হাসিবুর রহমান ইমন, মো. জীবন মোল্লা, ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রাং সাধারণ সম্পাদক ছবি মন্ডল, দাশুড়িয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক, যুবদল নেতা- শরিফ, উৎস, ইমদাদ, রনি, জুয়েল, নাছিম,আলী আকবার, ছাত্রদলনেতা, সিদ্দিক, আকাশ খান, কাহার, সোহাগ, রেজাউল সহ হাজার হাজার নেতাকর্মী।