আত্মঘাতী হামলাকারী ওমর উন-নবীর বাড়ি গুঁড়িয়ে দিলো নিরাপত্তাবাহিনী
নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ওমর মোহাম্মদ ওরফে ওমর উন-নবীর কাশ্মীরের বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ওই চিকিৎসকের বাড়িটি ধ্বংস করে নিরাপত্তাবাহিনী।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার সেই আত্মঘাতী বিস্ফোরণে ১৩ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন। তদন্তে জানা গেছে, ফারিদাবাদের আল-ফলাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ওমরই হুন্ডাই আই২০ গাড়িটি চালাচ্ছিলেন, যা নেতাজি সুভাষ মার্গে লালকেল্লার কাছে ট্রাফিক সিগন্যালের পাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাবশেষের ডিএনএ নমুনা ওমরের মায়ের নমুনার সঙ্গে মেলানো হলে তার উপস্থিতি নিশ্চিত হয়। খবর এনডিটিভির।
কাশ্মীরে তার বাড়িটি ভেঙে ফেলার উদ্দেশ্য-ভারতের ভূমিতে সন্ত্রাসী কর্মকাণ্ডকে যারা সমর্থন দেয়, তাদের উদ্দেশে কঠোর বার্তা দেয়া। এর আগে পেহেলগাম সন্ত্রাসী হামলা–চক্রান্তে জড়িতদের বিরুদ্ধেও একই ধরনের অভিযান চালানো হয়েছিল। নয়াদিল্লির বিস্ফোরণের আগে ফারিদাবাদে প্রায় ২,৯০০ কেজি বোমা তৈরির উপাদান এবং অত্যাধুনিক অস্ত্র-যেমন অ্যাসল্ট রাইফেল-উদ্ধার করে পুলিশ। এই বিস্ফোরক মুজাম্মিল ও শহীন সাঈদের কাছ থেকে উদ্ধার হয়, যারা দু'জনই চিকিৎসক এবং ওমরের সহযোগী।
বর্তমানে তারা দু'জন হেফাজতে আছে এবং বিশাল এই বিস্ফোরক জোগাড়ের পেছনের ষড়যন্ত্র উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, জইশ-ই-মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দ-সংযুক্ত একটি নেটওয়ার্ক আরও বড় হামলার পরিকল্পনা করছিল। ফারিদাবাদে সহযোগীদের গ্রেপ্তারের পর আতঙ্কে ওমরই হঠাৎ বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে।
Comments