১০০ বিলিয়ন ডলার বাজেট ঘাটতিতে পড়তে যাচ্ছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া আগামী বছর প্রায় ১০০ বিলিয়ন ডলার বাজেট ঘাটতির মুখে পড়বে । চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘায়িত খরচ মস্কোর অর্থনীতিতে বড় চাপ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২০ অক্টোবর) কিয়েভ ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, 'আমরা ধারণা করছি, আগামী বছরে রাশিয়ার বাজেট ঘাটতি প্রায় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এক মাস আগেও এই ঘাটতির পরিমাণ ছিল ৭১ বিলিয়ন ডলার। নভেম্বর মাসে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভারতের বিরুদ্ধে আরোপিত ৫০ শতাংশ শুল্ক রাশিয়ার অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এতে ভারত যদি রুশ তেল আমদানি কমায়, তাহলে মস্কোর রাজস্ব আয় আরও কমে যেতে পারে।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৯ ট্রিলিয়ন রুবল (প্রায় ৪৯.৪ বিলিয়ন ডলার), যা ইতিমধ্যেই সরকারের বার্ষিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
কিয়েভভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের পররাষ্ট্রনীতি বিশ্লেষক ইভান উস বলেন, 'বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালের শেষ নাগাদ রাশিয়ার বাজেট ঘাটতি ৮ ট্রিলিয়ন রুবল বা প্রায় ১০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।'
তুলনামূলকভাবে, রাশিয়ার ২০২৬ সালের খসড়া বাজেটে চলতি বছরের ঘাটতির অনুমান করা হয়েছে ৫.৮ ট্রিলিয়ন রুবল (৭০ বিলিয়ন ডলারের বেশি)। বাজেট ঘাটতি সামাল দিতে মস্কো ইতিমধ্যেই বেশ কিছু কঠিন অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে মূল্য সংযোজন কর বাড়ানো, কিছু প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমিয়ে বেতন হ্রাস এবং জ্বালানি ভর্তুকি কমানোর পরিকল্পনা। তবে, ভর্তুকি কমানোর পদক্ষেপ ইতিমধ্যেই কিছু অঞ্চলে জ্বালানি সংকট তৈরি করেছে।
ইভান উস সতর্ক করে বলেন, বাজেট ঘাটতি পূরণে যদি রাশিয়া অতিরিক্ত মুদ্রা ছাপানোর পথ বেছে নেয়, তাহলে দেশটি অতিমুদ্রাস্ফীতির ঝুঁকিতে পড়বে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ হতে পারে প্রতিরক্ষা ব্যয় কমানো, বলেন উস।
রাশিয়ার ২০২৫ সালের বাজেটে ১৩.৫ ট্রিলিয়ন রুবল (১৬৪.৫ বিলিয়ন ডলার) প্রতিরক্ষা ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা মোট ব্যয়ের প্রায় ৩২ শতাংশ। ২০২৬ সালে এই ব্যয় কিছুটা কমে ১২.৯ ট্রিলিয়ন রুবল (১৫৭.২ বিলিয়ন ডলার) হওয়ার কথা, যা প্রায় ৭.৩ বিলিয়ন ডলার বা ৪.৪ শতাংশ হ্রাস।
Comments