সামরিক মহড়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়ার

বেলারুশের সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) 'জাপাদ' নামে সামরিক মহড়ায় বারেন্টস সাগরে এ ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাশিয়ার প্রতিবেশী ন্যাটো মিত্ররা পাঁচ দিনের যুদ্ধ মহড়া শেষ করছে। ওই মহড়ায় তাদের শক্তি প্রদর্শন করে তারা। এরইমধ্যে পোল্যান্ড এবং রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করার হয় রাশিয়ার বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে সামরিক জোট ন্যাটো ও জোটের দেশগুলির সঙ্গে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় রাশিয়ার।
এদিকে ন্যাটো পোলিশ আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলিকে গুলি করে ভূপাতিত করার কয়েকদিন পরেই বেলারুশ ও রাশিয়ার এই সামরিত মহড়া অনুষ্ঠিত হয়। এতে ৭ হাজার সৈন্য অংশগ্রহণ করে। এরমধ্যে ৬ হাজার বেলারুশিয়ান।
অন্যদিকে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করে মস্কো জানায়, পোল্যান্ড ও রোমানিয়া কেউই ড্রোনগুলি রাশিয়ার কি-না এর পক্ষে দৃঢ় প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং এটি ইউক্রেনের 'উস্কানি' বলে অভিহিত করেছে রাশিয়া।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে পোলিশ আকাশসীমা বহুবার লঙ্ঘন করার অভিযোগ উঠে রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু সবশেষ ড্রোন হামলা ছিলো সবচেয়ে বড়। এরপরই গত রোববার রোমানিয়াও যুদ্ধবিমান মোতায়েন করেছে। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেলারুশের সাথে তাদের সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানগুলি স্ক্যান্ডিনেভিয়ার উত্তরে ব্যারেন্টস সাগরের নিরপেক্ষ জলসীমার ওপর দিয়ে প্রায় চার ঘণ্টা ধরে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া দিয়েছে। এসময় মিগ-৩১ যুদ্ধবিমান আকাশে দেখা যায়।
এদিকে গত সোমবার বেলারুশে মার্কিন সামরিক কর্মকর্তারা 'জাপাদ মহড়ার' কিছু অংশ পর্যবেক্ষণ করেছেন। এতে বিশ্লেষকরা মনে করছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রের এবং বেলারুশের মধ্যে উষ্ণ সম্পর্কের লক্ষণ। অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার হামলায় দুইজন নিহত এবং কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ বলেছেন, রাশিয়ার হামলায় একজন নিহত এবং এক শিশুসহ ৯ জন আহত হয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম বলেছেন, রাশিয়ান বাহিনী সেখানে একটি খামারে আক্রমণে একজন ট্রাক্টর চালক নিহত হয়েছেন।
গত মাসে ট্রাম্প তার ইউক্রেনীয় প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কি এবং পুতিনের সাথে আলাদাভাবে আলোচনা করার পর থেকে সংঘাতে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা ম্লান হয়ে যায়।
Comments