ইসরায়েলকে ‘বিশ্বাসঘাতক’ বলে নিন্দা জানাল কাতারের শুরা কাউন্সিল

কাতারের রাজধানী দোহায় হামলার পর দেশটির শুরা কাউন্সিল বা আইনসভা ইসরায়েলকে 'বিশ্বাসঘাতক' বলে নিন্দা করেছে। সেই সঙ্গে হামলাটিকে 'কাপুরুষোচিত এবং অপরাধমূলক' বলেও অভিহিত করা হয়।
এক বিবৃতিতে শুরা কাউন্সিল বলেছে, এই হামলা 'কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন এবং এর জনগণের ও বাসিন্দাদের উভয়ের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।'
বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের বাকি অংশের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে পরিচালিত গণহত্যার যুদ্ধসহ 'পুনরাবৃত্ত অপরাধের' জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা ইসরায়েলকে আক্রমণ প্রসারিত করতে এবং এই অঞ্চলজুড়ে আরও নৃশংসতা চালাতে উৎসাহিত করেছে।
হামলার পর ইসরায়েল বলেছে, হামাস নেতারা বেঁচে থাকলে সেখানে আবারও হামলা চালানো হবে। কাতার বলেছে, এটি 'পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা'।
শুরা কাউন্সিল 'ফিলিস্তিনিদের স্বার্থের সমর্থনে কাতারের দৃঢ় ও নীতিগত অবস্থান' পুনর্ব্যক্ত করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা
Comments