যে গোপন ব্যবস্থায় সরকারি কর্মকর্তাদের বেতন দিচ্ছে হামাস

যুদ্ধবিধ্বস্ত গাজার ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অনেক বেসামরিক সদস্যকে নিয়মিত বেতন-ভাতা দিয়ে যাচ্ছে হামাস। বিভিন্ন গণমাধ্যমের খবর, সংগঠনটি প্রতি ১০ সপ্তাহ পরপর ৭০ লাখ ডলার অর্থ বিতরণ করছে ৩০ হাজার সদস্যের মাঝে।
ইসরাইলি হামলায় পুরোপুরি বিপর্যস্ত গাজা উপত্যকা। দখলদার বাহিনীর আক্রমাণে ধসে গেছে বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনা। কেবল অবকাঠামোই নয় ভেঙ্গে পড়েছে অর্থনীতিও। তবে ইসরাইলি আগ্রাসনের কঠিন বাস্তবতার মধ্যেও নিজেদের প্রশাসনিক কাঠামো বজায় রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর, গোপন নেটওয়ার্কের মাধ্যমে হামাস হাজার হাজার সরকারি কর্মচারী ও সংগঠনের বেসামরিক সদস্যদের হাতে বেতন পৌঁছে দিচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়লেও সংগঠনটি প্রতি ১০ সপ্তাহ পর পর অন্তত ৭০ লাখ ডলার অর্থ বিতরণ করছে ৩০ হাজার সদস্যের কাছে।
পুলিশের সদস্য, করকর্মকর্তা থেকে শুরু করে শিক্ষকসহ এই কাঠামোর আওতায় রয়েছেন অনেকে। যুদ্ধপূর্ব বেতনের ২০ শতাংশ পেলেও, নিয়মিত এই অর্থপ্রদান একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা রক্ষা করছে।
ব্যাংকবিহীন ব্যবস্থায় হামাস নির্ভর করছে সুনির্দিষ্ট ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার ওপর। সংগঠনের সদস্যদের ফোনে কিংবা তাদের স্ত্রীর নম্বরে পাঠানো হয় এনক্রিপ্টেড বার্তা। সে বার্তায় স্থান ও সময় উল্লেখ থাকে গোপন ভাষায়। নির্ধারিত স্থানে গিয়ে তারা হাতে পান একটি সিল করা খাম। যার মধ্যে থাকে বেতনের অর্থ। এই পুরো প্রক্রিয়ার সুশৃঙ্খলতা ও নিরাপত্তা কঠোরভাবে রক্ষা করে হামাস।
এই প্রক্রিয়ার পেছনে রয়েছে শক্তিশালী একটি রিজার্ভ কাঠামো। বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমগুলো জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের আগেই হামাস প্রায় ৭০০ মিলিয়ন ডলার এবং বিপুল পরিমাণ স্থানীয় মুদ্রা মজুত করে রেখেছিল গোপন টানেল নেটওয়ার্কে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও তার ভাই মোহাম্মদ এই সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এই তহবিলই যুদ্ধকালেও সংগঠনটির প্রশাসনিক কার্যক্রমের চালিকাশক্তি হয়ে উঠেছে।
কেবল নগদ অর্থই নয়, সংগঠনের সদস্যদের জন্য হামাস চালু রেখেছে জরুরি খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচীও। স্থানীয়ভাবে গোপন কর ব্যবস্থাও চালু রেখেছে তারা। তেল, গ্যাস, খাদ্য, এমনকি সীমিত পরিসরে ওষুধ সরবরাহ, সবক্ষেত্রেই হামাস একটি বিকল্প সরবরাহ চেইন গড়ে তুলেছে।
সূত্র: বিবিসি
Comments