যুদ্ধবিরতি না হলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

ইসরায়েল যদি দ্বিরাষ্ট্রীয় ভিত্তিতে সমাধান ও যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তবে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
এই পরিকল্পনা চূড়ান্ত করতে গ্রীষ্মকালীন অবকাশ থেকে মন্ত্রিসভার সদস্যদের ডেকেও পাঠিয়েছেন তিনি। সম্প্রতি ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাজ্যও এ সিদ্ধান্ত জানাল।
এর আগে স্কটল্যান্ডে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন স্টারমার। যদিও বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে, তবু ট্রাম্প জানিয়েছেন, তিনি নিজে এমন অবস্থান না নিলেও যুক্তরাজ্য এ বিষয়ে অবস্থান নিলে তার আপত্তি নেই।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্টারমার মন্ত্রিসভায় বলেছেন, গাজার পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাও ম্লান হয়ে আসছে। তাই এখনই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময়।
সাংবাদিকদের তিনি বলেন, 'শেষপর্যন্ত এই মানবিক সংকটের অবসান ঘটানোর একমাত্র উপায় হলো একটি দীর্ঘমেয়াদি সমাধান। আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু এই মুহূর্তে সেই লক্ষ্য অত্যন্ত চাপের মুখে রয়েছে।'
তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সমাধান এখন হুমকির মুখে থাকায় যেকোনো পদক্ষেপ নেওয়ার এটাই উপযুক্ত সময় বলে মনে করেন তিনি।
এদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মতে, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। ২২ মাসের যুদ্ধে কয়েক দফায় উপত্যকাটিতে ত্রাণ প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল। যুদ্ধ শুরুর প্রথম দিকে ছয় সপ্তাহ এবং চলতি বছরের মার্চ থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ রেখেছিল ইসরায়েল। এতে গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অনাহারে মৃত্যু ছাড়িয়েছে শতাধিক, যার বেশিরভাগই শিশু।
যদিও গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির জন্য তাদের ভূমিকার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় পুনরায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও ইসরায়েল কেবল অর্ধেক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি।
পরিস্থিতির দিন দিন অবনতি হওয়ায় দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে পদক্ষেপ নিতে এগিয়ে এসেছে যুক্তরাজ্য সরকার। তবে কিয়ার স্টারমারের এই সিদ্ধান্তকে 'হামাসের দানবীয় সন্ত্রাসবাদের' প্রতি পুরস্কার বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'আজ ইসরায়েলের সীমান্তে একটি জিহাদি রাষ্ট্র গড়া হলে, কাল সেটি আপনাদের জন্যেই হুমকি হয়ে দাঁড়াবে।'
অবশ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি হামাস প্রসঙ্গেও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাজ্য। তারা বলেছে, হামাসকে অবশ্যই সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অস্ত্র ত্যাগ করতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং গাজার শাসনে তারা কোনো ভূমিকা রাখবে না— এই শর্তগুলো মানতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, 'সেপ্টেম্বরে আমরা মূল্যায়ন করব— পক্ষগুলো এই শর্তগুলো কতটা পূরণ করেছে। তবে আমাদের সিদ্ধান্তে কারও ভেটো থাকা উচিত নয়।'
জাতিসংঘে এই সিদ্ধান্ত ঘোষণা করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, আগামী আট সপ্তাহের মধ্যে গাজার পরিস্থিতিতে এর প্রভাব পড়বে বলে আশা করছে যুক্তরাজ্য।
তিনি আরও বলেন, ১৯১৭ সালে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে প্রথম সমর্থন দেওয়া দেশ ছিল যুক্তরাজ্য। তাই একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করার ক্ষেত্রে তাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে।
Comments