ট্রাম্পের উপদেষ্টাকে গাজার ক্ষুধার্ত শিশুদের ছবি দেখালেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকা বিষয়ক শীর্ষ উপদেষ্টা মাসাদ বুলোসকে গাজা উপত্যকার ক্ষুধার্ত শিশুদের ছবি দেখিয়েছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। বুধবার (২৩ জুলাই) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এমনটা জানিয়েছে।
তিউনিসিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকের অফিসিয়াল ভিডিওতে দেখা গেছে, ট্রাম্পের উপদেষ্টা বুলোসকে প্রেসিডেন্ট বলছেন, 'সমস্ত মানবতার জেগে ওঠার এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই অপরাধ বন্ধ করার সময় এসেছে।'
সাইদকে আরও বলতে দেখা গেছে, 'আমি বিশ্বাস করি আপনি এই ছবিগুলোর বিষয়ে ভালো করেই জানেন।'
'অধিকৃত ফিলিস্তিনে একটি শিশু ধুলোবালি খাচ্ছে আর কাঁদছে' - এমন একটি ছবি দেখিয়ে তিউনিসিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, 'একবিংশ শতাব্দীতে এসে, সে বালি খায়, কারণ সে আর কিছুই পায়নি। তার হাতে বালি...আরেকজন মারা যাচ্ছে এবং ক্ষুধায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছে।'
সাইদ ট্রাম্পের দূতকে আরও বেশ কয়েকটি ছবি দেখিয়ে বলেন, গাজার ফিলিস্তিনিরা মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে।
এসব কথা শুনে ট্রাম্পের দূত যখন নীরবে দাঁড়িয়ে ছিলেন - মাঝে মাঝে মাথা নাড়ছিলেন, তখন সাইদকে বলতে শোনা যায়, 'এটা একেবারেই অগ্রহণযোগ্য। এটা সমগ্র মানবতার বিরুদ্ধে অপরাধ।'
গাজায় মৃতের সংখ্যা বাড়ছেই
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৩৪ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৩৪ জন আহত হয়েছেন।
এক বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে পূর্ববর্তী ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে ৫৯ হাজার ২১৯ জন নিহত এবং ১ লাখ ৪৩ হাজারেরও বেশি আহত হয়েছে।
Comments