বিরোধী বাহিনী থেকে পালিয়ে আসাদের নগদ পুরস্কারের ঘোষণা মিয়ানমার জান্তার

সামরিক শাসনের বিরোধী সশস্ত্র সংগঠন ত্যাগ করলে এবং নির্ধারিত নির্বাচনের আগে 'আইনি ধারায় ফিরে যেতে' ইচ্ছুক যোদ্ধাদের নগদ পুরস্কার দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।
শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অফ মায়ানমার বলেছে, 'অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আইনি জগতে ফিরে আসা ব্যক্তিদের নির্দিষ্ট নগদ পুরস্কার দেওয়া হচ্ছে।'
২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে প্রতিবেশী দেশটি গৃহযুদ্ধে জর্জরিত। সেখানে যুদ্ধরত জান্তা সরকার গণতন্ত্রপন্থী গেরিলা এবং জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের মুখোমুখি হচ্ছে।
যুদ্ধক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পর জান্তা বাহিনী চলতি বছরের শেষের দিকে নির্বাচনকে 'শান্তির পথ' হিসেবে প্রচার করেছে। তবে বিরোধী দল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই পরিকল্পনাকে 'প্রহসন' বলে নিন্দা করেছে।
জান্তার মুখপত্র সংবাদমাধ্যমটি কত নগদ অর্থ প্রদান করা হচ্ছে, তা নির্দিষ্ট করেনি। তবে বলেছে, দুই সপ্তাহ আগে 'দলত্যাগীদের' স্বাগত জানানোর প্রতিশ্রুতি দিয়ে একটি বিবৃতি জারি করার পর থেকে ১৪ জন অভ্যুত্থানবিরোধী যোদ্ধা আত্মসমর্পণ করেছেন।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, 'আইনি কাঠামোর মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাসের আকাঙ্ক্ষার কারণে এই ব্যক্তিরা সশস্ত্র সংগ্রামের ত্যাগের পথ বেছে নিয়েছেন।'
আত্মসমর্পণকারী যোদ্ধাদের মধ্যে ১২ জন পুরুষ এবং দুই জন নারী ছিলেন বলেও জানানো হয়েছে।
নয় জন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন, আর পাঁচ জন ছিলেন গণতন্ত্রপন্থী 'পিপলস ডিফেন্স ফোর্সেস'-এর সদস্য। চার বছর আগে অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাতের পর ফোর্সটি গঠিত হয়।
জান্তার এই প্রস্তাবটি তাদের বিরোধীদের কৌশলের সঙ্গে মিলে যায় - যেখানে পূর্বে সামরিক বাহিনী থেকে পলাতকদের নগদ পুরস্কার দিয়ে বরণ করছিল বিরোধীরা।
এদিকে, সামরিক অভ্যুথানের পর স্বঘোষিত নির্বাসিত প্রশাসন 'জাতীয় ঐক্য সরকার' জান্তার নতুন আহ্বানকে 'তাদের ক্ষমতা সংহতকরণের জন্য জাল নির্বাচনকে বৈধতা দেওয়ার লক্ষ্যে প্রতারণায় ভরা একটি কৌশল' বলে অভিহিত করেছে।
Comments