সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যেতে পারেন বলে আজ (১৭ জুলাই) দুইটি স্থানীয় টেলিভিশন সংবাদ চ্যানেল জানিয়েছে। তারা এ তথ্য দিয়েছে এ বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে।
যদি এই সফর নিশ্চিত হয়, তবে তা হবে প্রায় দুই দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর। এর আগে ২০০৬ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফর করেছিলেন।
তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের সম্ভাব্য সফর সম্পর্কে তিনি অবগত নন।
ওই দুটি টেলিভিশন সংবাদ চ্যানেল আরও জানিয়েছে, ট্রাম্প সেপ্টেম্বর মাসে ইসলামাবাদে পৌঁছানোর পর ভারত সফরও করবেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। এর বড় একটি উদাহরণ হলো—গত মাসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এই বৈঠককে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।
Comments