এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের নাম

অবসরপ্রাপ্ত স্পেশাল এজেন্ট রবার্ট লেভিনসনের অপহরণ, আটক এবং সম্ভাব্য মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের নাম 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় তুলেছে মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।
যুক্তরাষ্ট্র আমিরি মোগাদামের তথ্য চেয়ে বিবৃতি দিয়েছে। এফবিআই অনুসারে, তিনি ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
এফবিআই বলছে, রবার্ট লেভিনসন ১৯৯৮ সালে এফবিআই থেকে অবসর গ্রহণ করেছিলেন। তিনি একজন ব্যক্তিগত তদন্তকারী হিসেবে কাজ করেন। তিনি ২০০৭ সালের ৮ মার্চ ইরানের কিশ দ্বীপে ভ্রমণ করেন এবং পরের দিন নিখোঁজ হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি বা তার কোনো খবর পাওয়া যায়নি।
২০১০ এবং ২০১১ সালে লেভিনসনকে বন্দী অবস্থায় দেখানো একটি ভিডিও এবং ছবি পাওয়া গিয়েছিল।
২০২৫ সালের মার্চে মার্কিন ট্রেজারি বিভাগ অপহরণ, আটক এবং সম্ভাব্য মৃত্যুর সঙ্গে জড়িত থাকার জন্য মোগাদাম এবং অন্যান্যদের অভিযুক্ত করে। এরপর থেকে এফবিআই লেভিনসনের অপহরণের সঙ্গে জড়িত আরও ইরানি কর্মকর্তাদের সনাক্ত করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকার প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান সিনেটর জিম রিশ বলেছেন, এফবিআই একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক আমেরিকান বব লেভিনসনের অপহরণের জন্য ইরানকে জবাবদিহি করার পথে এগিয়ে যাচ্ছে। আমরা বব এবং তার পরিবারকে কখনই ভুলব না। আমরা তাদের অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনব।
সাম্প্রতিক ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের পর ওয়াশিংটনের এই পদক্ষেপ এসেছে। যেখানে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ভারী বোমা হামলা চালায়।
Comments