গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ আইডিএফ সেনা নিহত

গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন সেনা নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরপিজি ব্যবহার করে এই হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পরপরই মারাত্মক বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
নিহত ইসরায়েলি সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন—ইয়ার্দেনার স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), এফ্রাতের সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং রিশন লেজিওনের সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯। তারা সবাই সোমবার (১৪ জুলাই) দুপুরে উত্তর গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন।
এ ঘটনায় আরও একজন অফিসার আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। ওই অফিসারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন সেনা সদস্যই ইসরায়েলি সেনাবাহিনীর ৪২তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
আইডিএফ প্রাথমিকভাবে সন্দেহ করছে, ট্যাঙ্কটি হামাসের রকেট চালিত গ্রেনেডের আঘাতে বিস্ফোরিত হয়েছে। তবে, এই বিস্ফোরণ অপারেশনাল ত্রুটির কারণেও হতে পারে বলে ধারণা করছে তারা।
চার ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং উপত্যকার সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলি নিহতের সংখ্যা ৪৫৪ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ ইসরায়েলে কেন্দ্রীয় গাজা উপত্যকা থেকে দুটি রকেট নিক্ষেপের কিছুক্ষণ আগে আইডিএফ সেনাদের মৃত্যুর ঘোষণা আসে।
Comments